ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে সরকারি বিধি মোতাবেক টোল আদায়

ছবি-নতুনেরকথা।

গত সোমবার (১৪ এপ্রিল ও ১ বৈশাখ) থেকে হাজীগঞ্জ পৌরসভা এলাকায় সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায় কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার। তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক পৌরসভার দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশক্রমে প্রাপ্ত ইজারাদারকে পহেলা (১) বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য টোল আদায়ের কার্যাদেশ দেওয়া হয়।

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের হাট-বাজার ইজারা নীতিমালা অনুযায়ী দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন হাট-বাজার সমূহ ইজারা দেয় এবং এ ইজারা থেকে প্রাপ্ত অর্থ উন্নয়ন কাজে ব্যয় করে। এর ধারাবাহিকতায় পৌরসভাসমূহ তার নিজ নিজ এলাকা হতে সরকার নির্ধারিত ২৯টি খাতে কর, উপকর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য সূত্র হতে অর্থ আদায় করে।

এই ২৯টি খাতের মধ্যে ৭ নম্বর খাতটি হলো, টোল জাতীয় ফিস। স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬.০৪১.০৩০. ০২.০০.০০২.২০১১.৮৭০; তারিখ: ২১/০৯/২০১১ এবং সংশোধিত ২০/০২/২০১৮ খ্রিঃ তারিখের ৪৬.০৪১.০৩০.০১.০০.২০১৮-৯৩ এর নির্দেশনা) অনুযায়ী দেশের অন্যান্য পৌরসভার মতো সরকারি বিধি অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা পৌর হাট-বাজার, টার্মিনাল, বালুঘাট, পৌর পুকুর ও পাবলিক টয়লেটের ইজারা দেয়।

এর মধ্যে হাট-বাজার, টার্মিনাল, বালুঘাট ও পাবলিক টয়লেট সমূহ ১৪৩২ বাংলা সনের ১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যন্ত, ১ বছরের জন্য এবং পৌর পুকুর ১৪৩২ ও ১৪৩৩ বাংলা সন অর্থ্যাৎ ২ বৎসরের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রাপ্ত ইজারাদারদের কার্যাদেশ দেওয়া হয়। এদিকে কার্যাদেশের আলোকে গত সোমবার (১৪ এপ্রিল ও ১ বৈশাখ) থেকে সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায় কার্যক্রম শুরু করেন, সংশ্লিষ্ট ইজারাদাররা।

এদিকে সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও স্ট্যাটাস দেখা গেছে। এর মধ্যে টোল আদায়কে অনেকে চাঁদাবাজী বলে উল্লেখ করায়, বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। এ বিষয়ে পৌরসভায় যোগাযোগ করা হলে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার জানান, চাঁদাবাজী নয়, সরকারি বিধি মোতাবেক টোল আদায় হচ্ছে।

তিনি বলেন, সরকারিভাবে নির্ধারিত বিধি অনুযায়ী পৌরসভা ২৯টি খাত থেকে আরোপিত কর, উপকর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য সূত্র হতে অর্থ সংগ্রহ করে থাকে। এর মধ্যে ইজারা অন্যতম। আমরা হাজীগঞ্জ পৌরসভা থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরে নোটিশ বোর্ডের মাধ্যমে পৌর হাট-বাজার, টার্মিনাল, বালুঘাট, পৌর পুকুর ও পাবলিক টয়লেটের ইজারার জন্য দরপত্র আহবান করেছি।

তিনি জানান, পরবর্তীতে দরপত্রের শর্তানুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন এবং দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশক্রমে প্রাপ্ত ইজারাদারকে পহেলা (১) বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত অর্থ্যাৎ এক বছরের জন্য সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায়েল কার্যাদেশ দেওয়া হয়। সেই কার্যাদেশ অনুযায়ী একটি যানবাহন থেকে দিনে একবার নির্ধারিত হারে টোল আদায় করেন ইজারাদার।

মুহাম্মদ নূর আজম বিন আখতার আরো বলেন, ইজারাসহ (টোল) পৌরসভা যে ২৯টি খাত থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থসহ সরকারি বরাদ্দ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সুতরাং টোল আদায়ে কাউকে বিভ্রান্ত না হয়ে বৈধ টোল প্রদান এবং নিয়মিত কর ও টেক্স পরিশোধ করে পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে

হাজীগঞ্জে সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে সরকারি বিধি মোতাবেক টোল আদায়

আপডেট: ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

গত সোমবার (১৪ এপ্রিল ও ১ বৈশাখ) থেকে হাজীগঞ্জ পৌরসভা এলাকায় সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায় কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার। তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক পৌরসভার দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশক্রমে প্রাপ্ত ইজারাদারকে পহেলা (১) বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য টোল আদায়ের কার্যাদেশ দেওয়া হয়।

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের হাট-বাজার ইজারা নীতিমালা অনুযায়ী দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন হাট-বাজার সমূহ ইজারা দেয় এবং এ ইজারা থেকে প্রাপ্ত অর্থ উন্নয়ন কাজে ব্যয় করে। এর ধারাবাহিকতায় পৌরসভাসমূহ তার নিজ নিজ এলাকা হতে সরকার নির্ধারিত ২৯টি খাতে কর, উপকর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য সূত্র হতে অর্থ আদায় করে।

এই ২৯টি খাতের মধ্যে ৭ নম্বর খাতটি হলো, টোল জাতীয় ফিস। স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬.০৪১.০৩০. ০২.০০.০০২.২০১১.৮৭০; তারিখ: ২১/০৯/২০১১ এবং সংশোধিত ২০/০২/২০১৮ খ্রিঃ তারিখের ৪৬.০৪১.০৩০.০১.০০.২০১৮-৯৩ এর নির্দেশনা) অনুযায়ী দেশের অন্যান্য পৌরসভার মতো সরকারি বিধি অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা পৌর হাট-বাজার, টার্মিনাল, বালুঘাট, পৌর পুকুর ও পাবলিক টয়লেটের ইজারা দেয়।

এর মধ্যে হাট-বাজার, টার্মিনাল, বালুঘাট ও পাবলিক টয়লেট সমূহ ১৪৩২ বাংলা সনের ১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যন্ত, ১ বছরের জন্য এবং পৌর পুকুর ১৪৩২ ও ১৪৩৩ বাংলা সন অর্থ্যাৎ ২ বৎসরের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রাপ্ত ইজারাদারদের কার্যাদেশ দেওয়া হয়। এদিকে কার্যাদেশের আলোকে গত সোমবার (১৪ এপ্রিল ও ১ বৈশাখ) থেকে সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায় কার্যক্রম শুরু করেন, সংশ্লিষ্ট ইজারাদাররা।

এদিকে সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও স্ট্যাটাস দেখা গেছে। এর মধ্যে টোল আদায়কে অনেকে চাঁদাবাজী বলে উল্লেখ করায়, বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। এ বিষয়ে পৌরসভায় যোগাযোগ করা হলে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার জানান, চাঁদাবাজী নয়, সরকারি বিধি মোতাবেক টোল আদায় হচ্ছে।

তিনি বলেন, সরকারিভাবে নির্ধারিত বিধি অনুযায়ী পৌরসভা ২৯টি খাত থেকে আরোপিত কর, উপকর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য সূত্র হতে অর্থ সংগ্রহ করে থাকে। এর মধ্যে ইজারা অন্যতম। আমরা হাজীগঞ্জ পৌরসভা থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরে নোটিশ বোর্ডের মাধ্যমে পৌর হাট-বাজার, টার্মিনাল, বালুঘাট, পৌর পুকুর ও পাবলিক টয়লেটের ইজারার জন্য দরপত্র আহবান করেছি।

তিনি জানান, পরবর্তীতে দরপত্রের শর্তানুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন এবং দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশক্রমে প্রাপ্ত ইজারাদারকে পহেলা (১) বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত অর্থ্যাৎ এক বছরের জন্য সিএনজি, অটোবাইক, মিশুক ও ট্রাক থেকে টোল আদায়েল কার্যাদেশ দেওয়া হয়। সেই কার্যাদেশ অনুযায়ী একটি যানবাহন থেকে দিনে একবার নির্ধারিত হারে টোল আদায় করেন ইজারাদার।

মুহাম্মদ নূর আজম বিন আখতার আরো বলেন, ইজারাসহ (টোল) পৌরসভা যে ২৯টি খাত থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থসহ সরকারি বরাদ্দ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সুতরাং টোল আদায়ে কাউকে বিভ্রান্ত না হয়ে বৈধ টোল প্রদান এবং নিয়মিত কর ও টেক্স পরিশোধ করে পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।