চাঁদপুরের সকল উপজেলা সদরে ৭৭ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় সাড়ে ৩৪ হাজার পরীক্ষার্থী। ১০ এপ্রিল বৃহস্পতিবার এ পরীক্ষা হচ্ছে। চাঁদপুরসহ সারাদেশের ন্যায় এক ও অভিন্ন নিয়ম-কানুনে চাঁদপুরের সকল উপজেলায় আগামি ১০ এপ্রিল বৃহস্পতিবার এ পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে।
চলতি ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৯শ ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ৬ এপ্রিল এ তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে।
চাঁদপুরের ৮ উপজেলায় ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯শ’ ৬৯ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৭শ ২৬ জন ও কেন্দ্র ৪৬টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৪শ’ ৫৫ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১২ টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’৮৮ জন।
এবারের সারাদেশে পরীক্ষায় পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১ শ ৮১ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। গতবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ছিলেন। রোববার ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির এ তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন। তথ্যসূত্র : দৈনিক ইত্তেফাক