ঈদ উল আযহা উপলক্ষে চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদে ২টি স্পেশাল ট্রেন

  • আপডেট: ০৩:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৮৭

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় হাজার হাজার যাত্রীসহ ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌছার দিক বিবেচনা করে যাত্রীদের ভ্রমন সুবিধার্থে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে ২টি বিশেষ যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহন করেছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ভোগান্তি কমাতে অর্থাৎ যাত্রী সেবায় চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে নিয়মিত মেঘনা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি সরকার আরো দু’টি স্পেশাল ট্রেন দিয়েছে।

এ দিকে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট/পূর্ব এর কার্যালয় বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের সার্কুলার নং ৫৪.০১.২৬০০.০০৮.১৯.০১৫.২০১৬-১৬৩ অনুযায়ী- ৮ আগস্ট থেকে ঈদের পূর্ব দিন ১১আগস্ট পর্যন্ত ঈদ স্পেশাল-ট্রেন চলাচল করবে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন,সহকারী স্টেশন মাস্টার মো: শোয়েবুল ইসলাম শিকদার। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচল করবে।

আগামী ৮আগস্ট হতে ঈদ স্পেশাল-১-চট্রগ্রাম থেকে সকাল ১১টা ৩০মিনিটে ছেড়ে চাঁদপুর পৌছবে বিকেল ৪টা ২৫মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্রগ্রামের উর্দ্দেশে ছেড়ে যাবে ভোর রাত ৩টা ৩০ মিনিটে,চট্রগ্রাম পৌছবে সকাল ৮টা ১০মিনিটে।

ঈদ স্পেশাল-৩ চট্রগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩টা ২০মিনিটে,চাঁদপুর পৌছবে রাত ৮টা ১৫মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে সকাল ১০টা ৫৫মিনিটে। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ ঈদের পূর্ব দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে ৭দিন পর্যন্ত চলাচল করবে।

এ সব ট্রেন গুলো ৮ আগস্ট হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত, ঈদ স্পেশাল-২ চাঁদপুর হতে চট্রগ্রাম ওপেন পাথে ফিরিয়া আসিবে। এ সব ট্রেন ফেনী,লাঙ্গল কোট,লাকসাম, চিতোষী রোড, মেহের, হাজীগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রা বিরতী করবে। অর্থাৎ যাত্রীরা চট্রগ্রাম থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে চট্রগ্রাম আসা-যাওয়ার সময় উপরোক্ত স্টেশন গুলোতে ট্রেন থামবে।

এ ছাড়া পূর্বে এ রুটে চলাচল কারী মেঘনা এক্সপ্রেস পূর্বের সিডিউল টাইম ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চট্রগ্রাম থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে চাঁদপুরের উদ্দের্শে ছেড়ে আসবে। সাগরিকা এক্যপ্রেস ট্রেন পূর্বের নিয়মে সকাল ৮টায় চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দের্শে ছেড়ে আসবে এবং দুপুর ২টা ২০ মিনিটে চাঁদপুর থেকে চট্রগ্রামের উদ্দের্শে ছেড়ে যাবে।

যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেনের ভাড়া নির্ধারন করা হয়েছে,চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রাম প্রতি এক জন যাত্রীর জন্য ১শ’টাকা। চট্রগ্রাম-ফেনী-চট্রগ্রাম-৫৫ টাকা,চাঁদপুর-লাকসাম-৩৫ টাকা,চট্রগ্রাম-লাকসাম-চট্রগ্রাম-৭৫ টাকা,চাঁদপুর-লাঙ্গল কোট-৪০টাকা ও চট্রগ্রাম-লাঙ্গল কোট-৭০টাকা মাত্র। স্পেশাল ট্রেন দু’টি ঈদের পরে ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট একই নিয়মে চাঁদপুর-চট্টগ্রাম রূটে চলাচল করবে।

স্টেশন মাষ্টার মো :জাফর আলম আরো জানান, যাত্রীদের নিরাপদ ভ্রমনে আমরা সব সময় আন্তরিক। ঈদ উপলক্ষ্যে আমাদের সার্বিক নিরাপত্তা আরো জোরদার রাখার চেষ্টা করছি । এ ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ঈদ উল আযহা উপলক্ষে চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদে ২টি স্পেশাল ট্রেন

আপডেট: ০৩:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় হাজার হাজার যাত্রীসহ ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌছার দিক বিবেচনা করে যাত্রীদের ভ্রমন সুবিধার্থে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে ২টি বিশেষ যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহন করেছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ভোগান্তি কমাতে অর্থাৎ যাত্রী সেবায় চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে নিয়মিত মেঘনা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি সরকার আরো দু’টি স্পেশাল ট্রেন দিয়েছে।

এ দিকে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট/পূর্ব এর কার্যালয় বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের সার্কুলার নং ৫৪.০১.২৬০০.০০৮.১৯.০১৫.২০১৬-১৬৩ অনুযায়ী- ৮ আগস্ট থেকে ঈদের পূর্ব দিন ১১আগস্ট পর্যন্ত ঈদ স্পেশাল-ট্রেন চলাচল করবে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন,সহকারী স্টেশন মাস্টার মো: শোয়েবুল ইসলাম শিকদার। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচল করবে।

আগামী ৮আগস্ট হতে ঈদ স্পেশাল-১-চট্রগ্রাম থেকে সকাল ১১টা ৩০মিনিটে ছেড়ে চাঁদপুর পৌছবে বিকেল ৪টা ২৫মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্রগ্রামের উর্দ্দেশে ছেড়ে যাবে ভোর রাত ৩টা ৩০ মিনিটে,চট্রগ্রাম পৌছবে সকাল ৮টা ১০মিনিটে।

ঈদ স্পেশাল-৩ চট্রগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩টা ২০মিনিটে,চাঁদপুর পৌছবে রাত ৮টা ১৫মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে সকাল ১০টা ৫৫মিনিটে। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ ঈদের পূর্ব দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে ৭দিন পর্যন্ত চলাচল করবে।

এ সব ট্রেন গুলো ৮ আগস্ট হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত, ঈদ স্পেশাল-২ চাঁদপুর হতে চট্রগ্রাম ওপেন পাথে ফিরিয়া আসিবে। এ সব ট্রেন ফেনী,লাঙ্গল কোট,লাকসাম, চিতোষী রোড, মেহের, হাজীগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রা বিরতী করবে। অর্থাৎ যাত্রীরা চট্রগ্রাম থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে চট্রগ্রাম আসা-যাওয়ার সময় উপরোক্ত স্টেশন গুলোতে ট্রেন থামবে।

এ ছাড়া পূর্বে এ রুটে চলাচল কারী মেঘনা এক্সপ্রেস পূর্বের সিডিউল টাইম ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চট্রগ্রাম থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে চাঁদপুরের উদ্দের্শে ছেড়ে আসবে। সাগরিকা এক্যপ্রেস ট্রেন পূর্বের নিয়মে সকাল ৮টায় চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দের্শে ছেড়ে আসবে এবং দুপুর ২টা ২০ মিনিটে চাঁদপুর থেকে চট্রগ্রামের উদ্দের্শে ছেড়ে যাবে।

যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেনের ভাড়া নির্ধারন করা হয়েছে,চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রাম প্রতি এক জন যাত্রীর জন্য ১শ’টাকা। চট্রগ্রাম-ফেনী-চট্রগ্রাম-৫৫ টাকা,চাঁদপুর-লাকসাম-৩৫ টাকা,চট্রগ্রাম-লাকসাম-চট্রগ্রাম-৭৫ টাকা,চাঁদপুর-লাঙ্গল কোট-৪০টাকা ও চট্রগ্রাম-লাঙ্গল কোট-৭০টাকা মাত্র। স্পেশাল ট্রেন দু’টি ঈদের পরে ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট একই নিয়মে চাঁদপুর-চট্টগ্রাম রূটে চলাচল করবে।

স্টেশন মাষ্টার মো :জাফর আলম আরো জানান, যাত্রীদের নিরাপদ ভ্রমনে আমরা সব সময় আন্তরিক। ঈদ উপলক্ষ্যে আমাদের সার্বিক নিরাপত্তা আরো জোরদার রাখার চেষ্টা করছি । এ ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।