৬৬ বছর বয়সে ২৮ বছরের যুবকের সাথে চুটিয়ে প্রেম করছেন ম্যাডোনা

ছবি-সংগৃহিত।

প্রেম মানেনা কোন বয়স। তা আবারো প্রমাণ করলো পপতারকা ম্যাডোনা। তার বয়স এখন ৬৬ বছর। অথচ চুটিয়ে প্রেম করছেন তাঁর হাটুর সমান বয়সি মাত্র ২৮ বছরের যুবক স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে। দুজনে লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন। সেখান থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করছেন। এর পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মাঝে হচ্ছে জোর চর্চা। খবর হলিউড রিপোর্টারের।

প্রকাশিত স্থিরচিত্রগুলোর কোনোটিতে একসঙ্গে গান করছেন, হাত ধরে হাঁটছেন আর একে অন্যকে আলিঙ্গন করে আছেন। চেলসির খেলাও উপভোগ করতে দেখা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে। এ সময়ও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় ম্যাডোনাকে। ক্যাপশনে লিখেছেন, ‘লন্ডন ডাকছে। স্টুতে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’

এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তার প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী গাই রিচি। অনেক আগেই দুই সংসারের ইতি টেনেছেন এ গায়িকা। এ ছাড়া তার প্রেমিকের তালিকায় ছিলেন পপ গায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র‍্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড প্রমুখ।

১৯৮৩ সালে পেশাদার গানের দুনিয়ায় যাত্রা করেন ম্যাডোনা। নারীদের জন্য পপসংগীতে নতুন পথ রচনা করেছেন; নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এরপর আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন পপসংগীতের রানী।

সর্বাধিক পঠিত

সকালে ‘রিট করে’ বিকেলেই সুর পাল্টালেন সারজিস 

৬৬ বছর বয়সে ২৮ বছরের যুবকের সাথে চুটিয়ে প্রেম করছেন ম্যাডোনা

আপডেট: ০৮:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

প্রেম মানেনা কোন বয়স। তা আবারো প্রমাণ করলো পপতারকা ম্যাডোনা। তার বয়স এখন ৬৬ বছর। অথচ চুটিয়ে প্রেম করছেন তাঁর হাটুর সমান বয়সি মাত্র ২৮ বছরের যুবক স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে। দুজনে লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন। সেখান থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করছেন। এর পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মাঝে হচ্ছে জোর চর্চা। খবর হলিউড রিপোর্টারের।

প্রকাশিত স্থিরচিত্রগুলোর কোনোটিতে একসঙ্গে গান করছেন, হাত ধরে হাঁটছেন আর একে অন্যকে আলিঙ্গন করে আছেন। চেলসির খেলাও উপভোগ করতে দেখা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে। এ সময়ও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় ম্যাডোনাকে। ক্যাপশনে লিখেছেন, ‘লন্ডন ডাকছে। স্টুতে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’

এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তার প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী গাই রিচি। অনেক আগেই দুই সংসারের ইতি টেনেছেন এ গায়িকা। এ ছাড়া তার প্রেমিকের তালিকায় ছিলেন পপ গায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র‍্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড প্রমুখ।

১৯৮৩ সালে পেশাদার গানের দুনিয়ায় যাত্রা করেন ম্যাডোনা। নারীদের জন্য পপসংগীতে নতুন পথ রচনা করেছেন; নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এরপর আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন পপসংগীতের রানী।