ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পল্লীবিদ্যুতায়ন বোর্ড-সমিতি একীভূতকরণসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে মানববন্ধন

ছবি-নতুনেরকথা।

বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও সমিতি একীভূতকরণসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে দুটি সমিতির কয়েক শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন ডিজিএম (কারিগরি) মো. ইব্রাহীম। পরে উপস্থিত কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবী নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

ডিজিএম (কারিগরি) মো. ইব্রাহীম বক্তব্যে বলেন, আমরা চাই বৈষম্য নিরসন করে দেশের জনগণকে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা দিতে। পল্লীবিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মাল সরবরাহের কারণে আকাশে মেঘ আসলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। আমাদের জনবল সংকট। একজন লাইনম্যান ৮জনের কাজ করে। যে কারণে সারাদেশে এ পর্যন্ত ৮৭১ জন লাইনম্যান মৃত্যুবরণ করেছেন। এই সময় প্রায় দেড় হাজার ক্রু পঙ্গুত্ব বরণ করে আছেন।

কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দাবীর মধ্যে উল্লেখ করেন, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি। গ্রাহকপ্রান্তে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও সমিতি একীভূতকরণ এবং অভিন্ন চাকরীবিধি প্রণয়ন। এছাড়াও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরী নিয়মিত করণের দাবী তুলে ধরেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম-দধি তৈরী, ব্যবসায়ীকে জরিমানা

পল্লীবিদ্যুতায়ন বোর্ড-সমিতি একীভূতকরণসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে মানববন্ধন

আপডেট: ০৮:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও সমিতি একীভূতকরণসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে দুটি সমিতির কয়েক শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন ডিজিএম (কারিগরি) মো. ইব্রাহীম। পরে উপস্থিত কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবী নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

ডিজিএম (কারিগরি) মো. ইব্রাহীম বক্তব্যে বলেন, আমরা চাই বৈষম্য নিরসন করে দেশের জনগণকে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা দিতে। পল্লীবিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মাল সরবরাহের কারণে আকাশে মেঘ আসলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। আমাদের জনবল সংকট। একজন লাইনম্যান ৮জনের কাজ করে। যে কারণে সারাদেশে এ পর্যন্ত ৮৭১ জন লাইনম্যান মৃত্যুবরণ করেছেন। এই সময় প্রায় দেড় হাজার ক্রু পঙ্গুত্ব বরণ করে আছেন।

কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দাবীর মধ্যে উল্লেখ করেন, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি। গ্রাহকপ্রান্তে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও সমিতি একীভূতকরণ এবং অভিন্ন চাকরীবিধি প্রণয়ন। এছাড়াও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরী নিয়মিত করণের দাবী তুলে ধরেন।