জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইছলী পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের মধ্যে ইছলী আলমগীর হোসেনের ব্যবস্থাপনায় তার নিজ বাড়িতে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন, শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুকুর মস্তান, জামায়াত নেতা গোলাম মাওলা, শ্রমিক নেতা আব্দুল হাই লাভলু সহ সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত-শিবির নেতারা।
বক্তারা বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। ঘরে ঘরে পানি বন্দি মানুষ খাবারের অভাবে হাহাকার করছে, বিশুদ্ধ পানির তীব্র সংকট। মানুষের পাশাপাশি গবাদি পশুর জীবন বিপন্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন, ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি প্রভাষক ওমর ফারুক। পরে অতিথিরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমবেত দুর্গত মানুষের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন