৯১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চাঁদপুর থানা পুলিশ। গত ২৯ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকা থেকে এ দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. তাজুল ইসলাম (২৪), পিতা- আবু তাহের, গ্রাম ভোলাচৌ। আবুল খায়ের (৩৪), পিতা- আবদুল মতিন মজুমদার, গ্রাম- চৌরাঙ্গা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ জানায়, তারা দীর্ঘ দিন যাবত বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। আসামীদের দেহ তল্লাশীকালে ১নং আসামীর নিকট ৫০ পিস ও ২নং আসামীর নিকট ৪১ পিস সহ সর্বমোট ৯১ (একানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়। যার আনুমানিক মূল্য ২৭,৩০০ টাকা। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান এর তত্ত্বাবধানে এস.আই মো. জামাল হোসেন ও এ.এস.আই মো. হাসানুজ্জামানসহ ফরিদগঞ্জ থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।