স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ সেমিফাইনালে। রোববার অনুষ্ঠিত কোয়াটার ফাইনলাল খেলায় কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে হারিয়ে হাজীগঞ্জ পৌরসভা একাদশ সেমিফাইনালে ওঠে।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ৪-০ গোলে হাটিলা পশ্চিম ইউনিয়ন একাদশের সাথে জয়লাভ করে। উপজেলা পর্যায়ের এ খেলায় ১২ ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩ দল অংশ নিবে। আগামি ১৯ মে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের এই খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ ২০২১ ও ২০১৮ইং সালে চ্যাম্পিয়ন, ২০১৯ সালে রানারআপ হয়। ২০২০ সালে অতিমারি করোনা ভাইরাসের কারনে খেলা অনুষ্ঠিত হয় নি।
চলতি বছরেও হাজীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হবে বলে আশা প্রকাশ করেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) -২০২২ইং এর উদ্বোধন করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এদিন তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমসহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।