প্রধানমন্ত্রীর শোক এরশাদের মৃত্যুতে 

  • আপডেট: ০৪:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ৭৩

নিজস্ব প্রতিবেদক  :

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার সকালে মরহুমের আত্মার শান্তি কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়েছে।ওই শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

এ ছাড়া প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে এরশাদ মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন এরশাদ। সাবেক এই রাষ্ট্রপতি লাইফ সাপোর্ট ছিলেন। তিনি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপে অর্থনৈতিক শুমারি শুরু ১০ ডিসেম্বর

প্রধানমন্ত্রীর শোক এরশাদের মৃত্যুতে 

আপডেট: ০৪:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক  :

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার সকালে মরহুমের আত্মার শান্তি কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়েছে।ওই শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

এ ছাড়া প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে এরশাদ মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন এরশাদ। সাবেক এই রাষ্ট্রপতি লাইফ সাপোর্ট ছিলেন। তিনি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।