দলের পদ পদবী ব্যবহার করে নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : নাছির উদ্দিন আহাম্মদ

  • আপডেট: ০৬:৪৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • ৫৯

নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার দুপুরে ৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কালিরবাজার খাঁন বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র মো: নাছির উদ্দিন আহাম্মদ।

এসময় তিনি বলেন, দলীয় মনোনয়য়েনর ক্ষেত্রে আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা যেই সিদ্ধান্ত দিবেন , তা আমরা মেনে চলতে বাধ্য। সেখানে আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হই বা গ্রামের একজন ক্ষুদ্র কর্মী হই না কেন। নৌকা স্বাধীনতার প্রতীক নৌকা জাতির জনকের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক । তাই উন্নয়নের স্বার্থে এবং দলের ঐক্যবদ্ধতার স্বার্থে দলের সভাপতি হিসেবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন, তাকেই বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় তিনি দলের প্রতি আনুগত্য দেখিয়ে চেয়াম্যান প্রার্থী আজিম খান মাসুদ যেই উদারতা দেখিয়েছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আশা করছি দলের অন্য প্রার্থীরাও নৌকার প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। যদি তাদের কোন কথা থাকে , আমরা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ রয়েছেন। তারা আপনাদের সাথে আলোচনা করবে। কিন্তু দলের পদ পদবী ব্যবহার করে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়াকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য অ্যাড. সায়েদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইসচেয়ারম্যান জি এস তছলিম ।

সভায় ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাইফুল আলম সোহেলকে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে নেতাকর্মীদের আগামী নির্বাচনে মাঠে কাজ করার জন্য নেতৃবৃন্দ নির্দেশনা দেন। সভায় এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে ইসকান্দার মিয়া, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, উপজেলা আওয়ামী লীগ যুব লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্মআহ্বায়ক হাজী সফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম পাটওয়ারী, যুগ্মসম্পাদক মোস্তফাসহ ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে খাঁটি গরুর দুধ বিক্রর নামে প্রতারণা

দলের পদ পদবী ব্যবহার করে নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : নাছির উদ্দিন আহাম্মদ

আপডেট: ০৬:৪৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার দুপুরে ৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কালিরবাজার খাঁন বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র মো: নাছির উদ্দিন আহাম্মদ।

এসময় তিনি বলেন, দলীয় মনোনয়য়েনর ক্ষেত্রে আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা যেই সিদ্ধান্ত দিবেন , তা আমরা মেনে চলতে বাধ্য। সেখানে আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হই বা গ্রামের একজন ক্ষুদ্র কর্মী হই না কেন। নৌকা স্বাধীনতার প্রতীক নৌকা জাতির জনকের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক । তাই উন্নয়নের স্বার্থে এবং দলের ঐক্যবদ্ধতার স্বার্থে দলের সভাপতি হিসেবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন, তাকেই বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় তিনি দলের প্রতি আনুগত্য দেখিয়ে চেয়াম্যান প্রার্থী আজিম খান মাসুদ যেই উদারতা দেখিয়েছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আশা করছি দলের অন্য প্রার্থীরাও নৌকার প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। যদি তাদের কোন কথা থাকে , আমরা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ রয়েছেন। তারা আপনাদের সাথে আলোচনা করবে। কিন্তু দলের পদ পদবী ব্যবহার করে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়াকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য অ্যাড. সায়েদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইসচেয়ারম্যান জি এস তছলিম ।

সভায় ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাইফুল আলম সোহেলকে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে নেতাকর্মীদের আগামী নির্বাচনে মাঠে কাজ করার জন্য নেতৃবৃন্দ নির্দেশনা দেন। সভায় এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে ইসকান্দার মিয়া, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, উপজেলা আওয়ামী লীগ যুব লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্মআহ্বায়ক হাজী সফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম পাটওয়ারী, যুগ্মসম্পাদক মোস্তফাসহ ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।