notunerkotha.com
প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে। আমি বিশ্বাস করি, বাহিনী দেশের যে কোনও সংকটময় মুহূর্তে সজাগ এবং নিরাপত্তা নিশ্চিতে সর্বদা কাজ করে যাচ্ছে। তার প্রতিফলনও দেখতে পেয়েছি। বরগুনায় রিফাতকে প্রকাশ্যে হত্যার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আসামিদের একজনকে গ্রেফতার করেছে।
আশা করি বাকিরাও গ্রেফতার হবেন। সুতরাং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার পূর্বের দেয়া ফেসবুক স্ট্যাটাসে আত্মহত্যার ঘোষণাটি প্রত্যাহার করলাম।
মূলত আমি ঘটনাটির ভিডিওটি দেখার পর আবেগের বশে এমন ঘোষণা দিয়েছিলাম। একজন সংবাদকর্মী হিসেবে আমার এই ঘোষণাটি দেয়ার পর অনেকেই আমার প্রতি ক্ষুব্ধ ও অভিমান করেছেন। তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি