নিষিদ্ধ ঘোষিত ৫২ পণ্যের খোঁজে প্রশাসন ॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট: ০৪:৪৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
  • ৬৬

মতলব প্রতিনিধি:

হাইকোর্ট কর্তৃক ঘোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের নিষিদ্ধ ৫২টি পণ্যের খোঁজে মাঠে রয়েছে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় গতকাল ২৩ মে দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় বাজারের ব্যবসায়ীদের প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পণ্য, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রয় না করা এবং চাল-চিনি সরকার নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। সেই সাথে বিক্রয়কৃত পণ্য ক্রেতাদের বহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহারে ক্রেতা-বিক্রেতাদের সচেতন হওয়ার আহবান জানানো হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী স্যানিটারি ইন্সপেক্টর জিএম খোরশেদ ও মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে সাংবাদিক এনায়েত মজুমদারের ভাই তাপাজ্জলের দাফন সম্পন্ন

নিষিদ্ধ ঘোষিত ৫২ পণ্যের খোঁজে প্রশাসন ॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: ০৪:৪৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯

মতলব প্রতিনিধি:

হাইকোর্ট কর্তৃক ঘোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের নিষিদ্ধ ৫২টি পণ্যের খোঁজে মাঠে রয়েছে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় গতকাল ২৩ মে দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় বাজারের ব্যবসায়ীদের প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পণ্য, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রয় না করা এবং চাল-চিনি সরকার নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। সেই সাথে বিক্রয়কৃত পণ্য ক্রেতাদের বহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহারে ক্রেতা-বিক্রেতাদের সচেতন হওয়ার আহবান জানানো হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী স্যানিটারি ইন্সপেক্টর জিএম খোরশেদ ও মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।