পিঁয়াজ (একটি চতুর্দশপদী কবিতা, সনেট)

  • আপডেট: ০৬:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ২৯

মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার

পিঁয়াজ আমি অ্যালিয়াম কেপা গোত্রের-
ঝাঁঝালো-মিষ্টি-তিক্ততা নানান স্বাদের,
পুষ্টিগুনে ভরা আমি নাহি ফেলনার-
গর্বে ভরি, চীন-ভারতে জন্ম আমার,
আদি-অন্তে আছি আমি রন্ধনশালায়-
ভূরিভোজে নর্তকীরূপে তব গলায়,
সবে ছাড়লেও ছাড়িনা আমি তোমায়-
আমি ছাড়া নষ্ট তব বাঙ্গালীপনায়।

হীরক রাজার দেশে আমি সোনা রূপে-
আমায় নিতে এসো টাকার বস্তাবেঁধে,
মহাজনের খুশি তো খুশি দেশবাসী-
তাই দেখে হীরক রাজা বাজায় বাঁশি,
উজির নাচে, নাজির নাচে তালে তালে-
সবার পকেট কেটে যাই বাড়ী চলে।

Tag :
সর্বাধিক পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী’র সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম

পিঁয়াজ (একটি চতুর্দশপদী কবিতা, সনেট)

আপডেট: ০৬:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার

পিঁয়াজ আমি অ্যালিয়াম কেপা গোত্রের-
ঝাঁঝালো-মিষ্টি-তিক্ততা নানান স্বাদের,
পুষ্টিগুনে ভরা আমি নাহি ফেলনার-
গর্বে ভরি, চীন-ভারতে জন্ম আমার,
আদি-অন্তে আছি আমি রন্ধনশালায়-
ভূরিভোজে নর্তকীরূপে তব গলায়,
সবে ছাড়লেও ছাড়িনা আমি তোমায়-
আমি ছাড়া নষ্ট তব বাঙ্গালীপনায়।

হীরক রাজার দেশে আমি সোনা রূপে-
আমায় নিতে এসো টাকার বস্তাবেঁধে,
মহাজনের খুশি তো খুশি দেশবাসী-
তাই দেখে হীরক রাজা বাজায় বাঁশি,
উজির নাচে, নাজির নাচে তালে তালে-
সবার পকেট কেটে যাই বাড়ী চলে।