ফরিদগঞ্জে ক্রসফায়ারে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার, ৩ পুলিশ আহত

  • আপডেট: ০৬:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ৩৫

ফরিদগঞ্জ প্রতিনিধি॥
চাঁদপুরের ফরিদগঞ্জে পাইকপাড়ায় পুলিশের সঙ্গে ক্রসফায়ারে অজ্ঞাত ডাকাত সর্দার নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টায় ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জনৈক চেরাগ আলীর বাগানে ডাকাতদলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের অভিযানের টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে পুলিশও পাল্টা গুলি ছুড়ে এতে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও অজ্ঞাত এক ডাকাতকে আহত অবস্থায় আটক করে পুলিশ। হাসপাতালে নেয়।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আহত ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশের এএসআই মঞ্জুরুল আলমসহ ২ কনেস্টবল আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় তৈরী একটি পুরাতন পাইপগান, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি চাপাতি, একটি এমএম পাইপান উদ্ধার করেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুদ্দিন জানান, গত কয়েক দিন ধরে ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নে বিভিন্ন বাড়ীতে ডাকাতি ও নেশাদ্রব্য স্প্রে করে দূধর্ষ চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। সোমবার রাতে পুলিশ ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এক যোগে অভিযানে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির খবর পেয়ে ডাকাত দলকে ঘিরে ফেললে তারা পুলিশকে গুলি ছোঁড়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে এতে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক ডাকাতকে আটক করে। হাসপাতালে নেয়ার পথে ওই ডাকাত মারা যায়। অজ্ঞাত ডাকাতের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এক এএসআই ও ২ কনেস্টবল আহত হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী’র সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম

ফরিদগঞ্জে ক্রসফায়ারে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার, ৩ পুলিশ আহত

আপডেট: ০৬:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯

ফরিদগঞ্জ প্রতিনিধি॥
চাঁদপুরের ফরিদগঞ্জে পাইকপাড়ায় পুলিশের সঙ্গে ক্রসফায়ারে অজ্ঞাত ডাকাত সর্দার নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টায় ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জনৈক চেরাগ আলীর বাগানে ডাকাতদলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের অভিযানের টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে পুলিশও পাল্টা গুলি ছুড়ে এতে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও অজ্ঞাত এক ডাকাতকে আহত অবস্থায় আটক করে পুলিশ। হাসপাতালে নেয়।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আহত ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশের এএসআই মঞ্জুরুল আলমসহ ২ কনেস্টবল আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় তৈরী একটি পুরাতন পাইপগান, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি চাপাতি, একটি এমএম পাইপান উদ্ধার করেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুদ্দিন জানান, গত কয়েক দিন ধরে ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নে বিভিন্ন বাড়ীতে ডাকাতি ও নেশাদ্রব্য স্প্রে করে দূধর্ষ চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। সোমবার রাতে পুলিশ ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এক যোগে অভিযানে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির খবর পেয়ে ডাকাত দলকে ঘিরে ফেললে তারা পুলিশকে গুলি ছোঁড়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে এতে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক ডাকাতকে আটক করে। হাসপাতালে নেয়ার পথে ওই ডাকাত মারা যায়। অজ্ঞাত ডাকাতের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এক এএসআই ও ২ কনেস্টবল আহত হয়েছে।