• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২৩ এপ্রিল, ২০২০

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জ, ২৩ এপ্রিল, বৃহস্পতিবার:

হাজীগঞ্জে দুস্থ কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা। হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের অলিপুর ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামে এ কার্যক্রম করেছেন তারা।

ধান কাটার জন্য কৃষকরা মাঠে শ্রমিক না পাওয়ার কারনে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির নির্দেশক্রমে দুই অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
২৩শে এপ্রিল উপজেলার হাজীগঞ্জ সদর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সদস্য মো. মিরাজ আহমেদ রিফাত অলিপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের ৯ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা।

কৃষক জাহাঙ্গীর আলম লোক না পেয়ে ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখীর আশঙ্কা। এই খবর পেয়ে সেখানে ছুটে যান ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিরাজ আহমেদ রিফাতসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। ইউনিয়ন নেতাকর্মীদের উদ্যোগে ছাত্রলীগের প্রায় ২৫ নেতাকর্মী ধান কেটে ঘরে তুলে দেন।

অপরদিকে উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল কবির নেতৃত্বে ধড্ডা গ্রামের আরেক কৃষকের প্রায় ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি তুলে দেন অন্যান্য নেতাকর্মিরা।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এ পরিস্থিতির মধ‌্যেই বেশিরভাগ মাঠে ধান পেকে গেছে। শ্রমিক সঙ্কটে চাষীরা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না। তাই (২২এপ্রিল) বুধবার হাজিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ভাইয়ের এমন নির্দেশনায় পেয়ে দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরিব, হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা চলমান থাকবে।

কৃষক জাহাঙ্গির আলম বলেন, ‘প্রথমে বিশ্বাস হচ্ছিল না, ছাত্রলীগের কর্মীরা বিনা পারিশ্রমিকে জমির ধান কেটে ঘরে তুলে দেবে। জমির ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার পরও আমার বিশ্বাস করতে পারছিলাম না। খুব খুশি হয়েছি। ছাত্রলীগ এমন ভালো কাজের সাথে সংযুক্ত থাকুক এই কামনা করি

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!