• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১৯ এপ্রিল, ২০২০

লকডাউন সঠিকভাবে পালন হচ্ছেনা অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আক্রান্তদের চিকিৎসায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের আইসিইউতেয় ভালো ফলাফল পাওয়া যায়নি। আইসিইউয়ের ভেন্টিলেটর মেশিনে চিকিৎসাধীন ৯ জন রোগীর ৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ইতোমধ্যে সাড়ে তিন হাজার অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য আদেশ দেয়া হয়েছে। সারাদেশে ১০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে।

আরো পড়ুন: করোনায় কেড়ে নিল আরও ৭ প্রাণ, নতুন আক্রান্ত ৩১২

জাহিদ মালেক বলেন, বিশেষজ্ঞরা বলেন শতকরা ৮০ শতাংশ রোগী এমনিতেই বিনা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। ১৫ শতাংশ রোগী হাসপাতালে পর্যবেক্ষণে থাকেন। সামান্য কিছু পরিচর্যা লাগে। ৫ শতাংশ রোগীর চিকিৎসা প্রয়োজন হয়। আর কিছু রোগী আইসিইউ ভেন্টিলেটরে চলে যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন সঠিকভাবে পালন হচ্ছে না। আক্রান্ত লোকজন নতুন নতুন এলাকায় যাচ্ছেন। ফলে ওইসব এলাকার লোকজনও আক্রান্ত হচ্ছেন। ফলে কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে।

তিনি বলেন, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন এশিয়ার অন্যান্য দেশের তুলনায় আমরা এখনো ভালো আছি। যেহেতু আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা ভালো থাকতে চাই।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৯১ জন। আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৫৬ জন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!