• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০

চাঁদপুর ক্লাবকে ২-১ সেটে হারিয়ে ফরিদগঞ্জ চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত আন্তঃউপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার ফরিদগঞ্জ অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ফরিদগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব চাঁদপুর ক্লাবকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এর আগে ক্লাব মাঠে দ্বৈত চারটি টীমের মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১ম সেমি ফাইনাল খেলায় অংশ নেয় চাঁদপুর ক্লাবের এডিএম জামাল হোসেন-এনএসআই’র সহকারী পরিচালক কৌশিক আহমেদ কনক জুটি বনাম ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার-আরডিও মশিউর রহমান জুটি। ২য় খেলায় অংশ নেয় চাঁদপুর সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আলমগীর বাহার-চাঁদপুর ক্লাবের সদস্য মো. কাঞ্চন জুটি বনাম ফরিদগঞ্জ থানার এসআই মো. নাজমুল হোসেন-এএসআই শামীম হোসেন।

চার দলে মধ্যে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আলমগীর বাহার-চাঁদপুর ক্লাবের সদস্য মো. কাঞ্চন জুটি ও ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার-আরডিও মশিউর রহমান জুটি চূড়ান্ত পর্যায় ফাইনালে উত্তীর্ণ হয়। একই দিন ফাইনাল খেলায় ফরিদগঞ্জ অফিসার্স ক্লাব জুটি চাঁদপুর ক্লাবকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলা পরিচালনা করেন চাঁদপুর ক্রীড়া সংস্থার রেফারী সেলিম আহম্মদ টুমু ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী নুরুন্নবী নোমান।

এর আগে গত ১১ জানুয়ারি টুর্নামেন্টটি উদ্বোধন করেন চাঁদপুরের এডিএম মো. জামাল হোসেন ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি। টুর্নামেন্টে মোট ৮টি টীম অংশ নেয়। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন এআরডিও মো. কাউসার মিয়া।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!