• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০১৯

চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে চার ছাগলের মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে ৪ ছাগলের মৃত্যু হয়েছে।  আলমডাঙ্গা পৌর এলাকার বণ্ডবিল গ্রামে কুকুরের কামড়ে একজনেরই ৪টি ছাগল মারা গেছে। একটি গরুসহ এলাকার আরও ৯ ছাগল জখম হয়েছে।

গত কয়েকদিন ধরে কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।

অভিযোগকারীরা জানান, বেওয়ারিশ কুকুরের উৎপাত অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বণ্ডবিল স্কুলপাড়ায় কুকুরের কামড়ে ১৩টি ছাগলসহ একটি গরু জখম হয়।

দিনমজুর রফিকের স্ত্রী কুলসুম বেগম জানান, তার একমাত্র সম্বল ৪টি খাসি ছাগলকে দিনচারেক আগে কুকুরে কামড়ায়। দুদিন আগে ৩টা এবং রোববার বিকালে আরেকটি ছাগল মারা যায়। প্রায় ৫০ হাজার টাকা মূল্যের চারটি ছাগল মারা যাওয়ায় তিনি একেবারে ভেঙে পড়েছেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে একই গ্রামের জালাল মণ্ডলের ছেলে ডালিমের ২টা ও শুকুর আলীর ছেলে আয়ুব আলীর ৩টা খাসি ছাগল কুকুরের কামড়ের শিকার হয়েছে। এ ছাড়া আবদুল কুদ্দুসের ছেলে মানিক হোসেনের ৪টা ছাগল ও মুসার ছেলে সাবলুর একটি গরু কুকুরের কামড়ে জখম হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!