• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১১ অক্টোবর, ২০১৯

মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫ জেলের দন্ড

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে এক বছর করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে ষাটনল এলাকার বাবুু বাজার সংলগ্ন মেঘনা নদী এলাকা থেকে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার নেতৃত্বে অভিযান চালিয়ে গজারিয়া উপজেলার মো. সাইদ হোসেন, মেহেদী হাসান, মো. ইউনুুছ মোল্ল্যা, মো. নবী হোসেন, মো. হযরত আলী’কে আটক করা হয়।

আটককৃত জেলেদের কাছ থেকে মাছ ধরার ২টি নৌকা ও ১৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নাছির উদ্দিন, এসএই মো. মহসীন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও শারমিন আক্তার।
অভিযান প্রসঙ্গে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুুদ সম্পূর্ণ বন্ধ থাকবে। আমরা দিনরাত নদীতে অভিযান পরিচালনা করছি। জাতীয় সম্পদ যারা বিনষ্ট করবে তারা দেশের শত্রু। তাদের কোন ছাড় দেয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!