আইনজীবি সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং চট্টগ্রামে আদালতের কাছে আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে রোববার (১ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান শেখের উপস্থাপনায় এদিন বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় মসজিদ সম্মুখে সামনের এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, আইনজীবি মো. সাদ্দাম হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা প্রতিনিধি মো. তানভীর হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি ইমরান হোসেন সৈকত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার প্রতিনিধি মো. আলী আশ্রাফ প্রমুখ।

হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে সভায় বক্তারা বলেন, ‘প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

একই সময়ে বক্তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবী ও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবি এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের যে কোন ক্রান্তিলগ্নে ছাত্র-জনতা আপোষহীন থাকবে বলে জানান। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

আইনজীবি সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট: ১০:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং চট্টগ্রামে আদালতের কাছে আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে রোববার (১ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান শেখের উপস্থাপনায় এদিন বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় মসজিদ সম্মুখে সামনের এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, আইনজীবি মো. সাদ্দাম হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা প্রতিনিধি মো. তানভীর হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি ইমরান হোসেন সৈকত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার প্রতিনিধি মো. আলী আশ্রাফ প্রমুখ।

হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে সভায় বক্তারা বলেন, ‘প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

একই সময়ে বক্তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবী ও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবি এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের যে কোন ক্রান্তিলগ্নে ছাত্র-জনতা আপোষহীন থাকবে বলে জানান। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।