সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন প্রমুখ। ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আকবর শেখের পরিচালনা সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী ও সহ-সভাপতি কবির হোসেনের যৌথ উপস্থাপনায় সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন ও সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, এ্যাড. ইমাম হোসেন টিটু, এ্যাড. কাইয়্যুম হোসেন সুমন ও প্রফেসর অলিউর রহমান। এসময় সভাপতি হিসেবে হাবিব উল্যাহ মজুমদার, আলী আকবর শেখ, কাজী জসিম উদ্দিন, ইব্রাহিম খলিল ও মাহবুবুল আলম বাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে খালেকুজ্জামান শামীম, সুলতান মাহমুদ, শেখ আব্দুল আহাদ লিয়াকত, দেলোয়ার হোসেন ও মহসিন বেপারী তাদের নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করেন।
পরে প্রার্থীদের সমঝোতা বৈঠকের মাধ্যমে ৫ জন সভাপতি প্রার্থী একমত পোষণ ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে এবং তাদের প্রার্থীতা প্রত্যাহার করে ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রফেসর মো. আব্দুল কুদ্দুছকে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত করার প্রস্তাব ও সমর্থন দেন। একই সময়ে ৪ জন সাধারণ সম্পাদক প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে মো. সুলতান মাহমুদকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার প্রস্তাব ও সমর্থন করেন।
পরবর্তীতে নির্বাচন কমিশনার এ্যাড. ওমর ফারুক টিটু ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রফেসর মো. আব্দুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক পদে মো. সুলতান মাহমুদের নাম ঘোষণা করেন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ইউনিয়ন বিএনপি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতাবৃন্দ ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।