মায়ার বাড়িতে আগুন: চেয়ারম্যানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাংচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমাসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর এই পর্যন্ত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী।

গ্রেপ্তার আসামীরা হলেন-মোহনপুরের আবুল সকারের ছেলে আরজু সরকার (৪০), সালামত প্রধানের ছেলে জুয়েল প্রধান (৩৭), মো. কামালের ছেলে নবীর হোসেন (২৫), কাজী সালাউদ্দিন জুয়েলের ছেলে সিফাত (২৫), আরিফ উল্লাহর ছেলে মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।

পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাংচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে সোমবার (১৮ নভেম্বর) ৪১জন এজহার নামী এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০জনকে আসামী করে মামলা (মামলা নম্বর ২৫) করেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে ভাংচুর, লুটপাট ও আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, ঘটনার সময় বাড়ি দুটির নীচতলায় আগুন দেয়ার আগে ফানির্চারগুলো গাড়ীতে করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু স্মারক ছিল সেগুলোও নিয়েগেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গ্রেপ্তার আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গত ৫ আগস্টের পর থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পৃথক ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মায়ার বাড়িতে আগুন: চেয়ারম্যানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

আপডেট: ০৪:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাংচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমাসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর এই পর্যন্ত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী।

গ্রেপ্তার আসামীরা হলেন-মোহনপুরের আবুল সকারের ছেলে আরজু সরকার (৪০), সালামত প্রধানের ছেলে জুয়েল প্রধান (৩৭), মো. কামালের ছেলে নবীর হোসেন (২৫), কাজী সালাউদ্দিন জুয়েলের ছেলে সিফাত (২৫), আরিফ উল্লাহর ছেলে মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।

পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাংচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে সোমবার (১৮ নভেম্বর) ৪১জন এজহার নামী এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০জনকে আসামী করে মামলা (মামলা নম্বর ২৫) করেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে ভাংচুর, লুটপাট ও আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, ঘটনার সময় বাড়ি দুটির নীচতলায় আগুন দেয়ার আগে ফানির্চারগুলো গাড়ীতে করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু স্মারক ছিল সেগুলোও নিয়েগেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গ্রেপ্তার আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গত ৫ আগস্টের পর থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পৃথক ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।