নারায়ণগঞ্জে মাদক কারবারির ১২ বছর কারাদণ্ড

  • আপডেট: ০৩:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১

নতুনেরকথা অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জে মাদক মামলার রায়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঘোষিত রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আসামি মফিজুল ইসলাম কদমতলী থানার রায়েরবাগ এলাকার আরশাদ ভূঁইয়ার ছেল। ২০১৬ সালের ২২ জুলাই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত মফিজুলের কাছে পাওয়া যায় এক হাজার পিস ইয়াবা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহম্মেদ জানান, এ মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। মামলার আরেক আসামি জসিম উদ্দিন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

নারায়ণগঞ্জে মাদক কারবারির ১২ বছর কারাদণ্ড

আপডেট: ০৩:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯

নতুনেরকথা অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জে মাদক মামলার রায়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঘোষিত রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আসামি মফিজুল ইসলাম কদমতলী থানার রায়েরবাগ এলাকার আরশাদ ভূঁইয়ার ছেল। ২০১৬ সালের ২২ জুলাই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত মফিজুলের কাছে পাওয়া যায় এক হাজার পিস ইয়াবা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহম্মেদ জানান, এ মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। মামলার আরেক আসামি জসিম উদ্দিন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।