মতলব উত্তরে ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা : আটক ২

  • আপডেট: ০৪:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৪১

নতুনেরকথা ডেস্ক :
মতলব উত্তর উপজেলায় বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা করেছে সহোদর ছোট ভাই আহসান উল্লা। শুক্রবার দিনগত রাতে উপজেলার তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে ছোট ভাই রেজাউল করিম ও ছানাউল্লাহকে আটক করেছে পুলিশ।
এঘটনায় আহতের স্ত্রী আদুরী বেগম বাদী হয়ে দিদার বক্স বেপারীর ছেলে ছানাউল্লাহ (৩৯), আহসান উল্লাহ (৩৭), রেজাউল করিম (৪৮) ও এলাহী বক্সের ছেলে শিপন বেপারী (৪৫) কে আসামী করে শনিবার থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার পর গুরুতর আহত বড় ভাই লোকমান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে প্রেরণ করেন। আহত লোকমান তালতলীর গ্রামের দিদার বক্সের ছেলে। লোকমান রাজমিস্ত্রির কাজ করেন।
স্থানীয়রা জানান, সম্পত্তিগত বিরোধের জেড় ধরে কথা কাটা কাটির এক পর্যায়ে এঘটনা ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন লোকমান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতাল সুত্র জানায়, ধারালো অস্ত্রের আঘাতে লোকমানের শ্বাসনালীর অর্ধাংশ কেটে গেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।
মতলব উত্তর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আহত লোকমানের ছোট দু’ভাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মতলব উত্তরে ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা : আটক ২

আপডেট: ০৪:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯

নতুনেরকথা ডেস্ক :
মতলব উত্তর উপজেলায় বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা করেছে সহোদর ছোট ভাই আহসান উল্লা। শুক্রবার দিনগত রাতে উপজেলার তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে ছোট ভাই রেজাউল করিম ও ছানাউল্লাহকে আটক করেছে পুলিশ।
এঘটনায় আহতের স্ত্রী আদুরী বেগম বাদী হয়ে দিদার বক্স বেপারীর ছেলে ছানাউল্লাহ (৩৯), আহসান উল্লাহ (৩৭), রেজাউল করিম (৪৮) ও এলাহী বক্সের ছেলে শিপন বেপারী (৪৫) কে আসামী করে শনিবার থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার পর গুরুতর আহত বড় ভাই লোকমান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে প্রেরণ করেন। আহত লোকমান তালতলীর গ্রামের দিদার বক্সের ছেলে। লোকমান রাজমিস্ত্রির কাজ করেন।
স্থানীয়রা জানান, সম্পত্তিগত বিরোধের জেড় ধরে কথা কাটা কাটির এক পর্যায়ে এঘটনা ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন লোকমান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতাল সুত্র জানায়, ধারালো অস্ত্রের আঘাতে লোকমানের শ্বাসনালীর অর্ধাংশ কেটে গেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।
মতলব উত্তর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আহত লোকমানের ছোট দু’ভাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।