মতলবে অগ্নিকান্ডে বসতঘর ও গবাদি পশু পুড়ে ছাই

  • আপডেট: ০৪:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ৪৭

মতলব প্রতিনিধি:

ঈদুল আযহার আগের রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৪টি ঘর, আসবাবপত্র ও ১টি গবাদি পশু পুড়ে গেছে। মতলব দক্ষিণ উপজেলার মেহারন গ্রামের তারার বাড়ীতে এ ঘটনা ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহারন দালাল বাড়ী সংলগ্ন তারার বাড়ীতে ওই দিন রাতে ২টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। রাত ২টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে বাড়ীর জীবন দাস ও কার্তিক দাসের পরিবারের লোকজন ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে। এলাকার লোকজনের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দরিদ্র সন্তোষের সরকারিভাবে পাওয়া ঘরটিও এ আগুনে পুড়ে গেছে। এ সময় ঐ দুই পরিবারের ৪টি ঘর, আসবাবপত্র, ১টি গরুসহ প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া নিভাতে গিয়ে ৬ ব্যক্তি আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলো- জীবন দাস, মিনতি দাস, প্রমিলা দাস, যুধিষ্ঠির দাস প্রমুখ।
ঈদের দিন দুপুরে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ দুটি পরিবারই জেলে পরিবার। তাৎক্ষনিক দুটি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে সরকারিভাবে সহযোগিতা করা হবে।
মতলব ফায়ার সার্ভিসের স্ট্রেশন মাস্টার মো. আসাদুজ্জামান বলেন, অগ্নিকান্ডের বিষয়ে কেউ আমাদের অবগত করেননি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মতলবে অগ্নিকান্ডে বসতঘর ও গবাদি পশু পুড়ে ছাই

আপডেট: ০৪:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯

মতলব প্রতিনিধি:

ঈদুল আযহার আগের রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৪টি ঘর, আসবাবপত্র ও ১টি গবাদি পশু পুড়ে গেছে। মতলব দক্ষিণ উপজেলার মেহারন গ্রামের তারার বাড়ীতে এ ঘটনা ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহারন দালাল বাড়ী সংলগ্ন তারার বাড়ীতে ওই দিন রাতে ২টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। রাত ২টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে বাড়ীর জীবন দাস ও কার্তিক দাসের পরিবারের লোকজন ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে। এলাকার লোকজনের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দরিদ্র সন্তোষের সরকারিভাবে পাওয়া ঘরটিও এ আগুনে পুড়ে গেছে। এ সময় ঐ দুই পরিবারের ৪টি ঘর, আসবাবপত্র, ১টি গরুসহ প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া নিভাতে গিয়ে ৬ ব্যক্তি আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলো- জীবন দাস, মিনতি দাস, প্রমিলা দাস, যুধিষ্ঠির দাস প্রমুখ।
ঈদের দিন দুপুরে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ দুটি পরিবারই জেলে পরিবার। তাৎক্ষনিক দুটি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে সরকারিভাবে সহযোগিতা করা হবে।
মতলব ফায়ার সার্ভিসের স্ট্রেশন মাস্টার মো. আসাদুজ্জামান বলেন, অগ্নিকান্ডের বিষয়ে কেউ আমাদের অবগত করেননি।