এবার মতলব উত্তরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ৩১

নিজস্ব প্রতিবেদক:

এ বার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁদপুরের মতলব উত্তরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাতে ঢাকার ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মদিনা আক্তার নামে ওই শিশু উপজেলার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (৩ আগস্ট) গ্রামের বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শিশু মদিনাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে রাজধানী ঢাকার ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

আন্যদিকে গত রোববার (৪ আগস্ট) রাতে জেলার মতলব দক্ষিণের নাগদা গ্রামের ইউপি সদস্য লাভলী আক্তার নামে ডেঙ্গু আক্রান্ত এক নারী ঢাকায় মারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর পূর্বে গত শনিবার রাত ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  ডেঙ্গু রোগে আক্রান্ত নারী ইউপি সদস্য চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নারী সদস্য লাভলী বাশার (৩২)।

এদিকে, চাঁদপুরে ডেঙ্গুর চিকিৎসা নিতে হাসপাতালে চাপ বেড়েই চলেছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর জেনারেল হাসপাতালে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে সর্বমোট চিকিৎসা নেওয়া ৬৯ রোগীর মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ১৬ জন এবং শিশু ৯ জন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম জানান, গত দুই সপ্তাহে ২০০ জনের বেশি ডেঙ্গু রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আরও ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

দ্রুতই সমাজে অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে : ডিসি চাঁদপুর

এবার মতলব উত্তরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিবেদক:

এ বার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁদপুরের মতলব উত্তরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাতে ঢাকার ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মদিনা আক্তার নামে ওই শিশু উপজেলার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (৩ আগস্ট) গ্রামের বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শিশু মদিনাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে রাজধানী ঢাকার ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

আন্যদিকে গত রোববার (৪ আগস্ট) রাতে জেলার মতলব দক্ষিণের নাগদা গ্রামের ইউপি সদস্য লাভলী আক্তার নামে ডেঙ্গু আক্রান্ত এক নারী ঢাকায় মারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর পূর্বে গত শনিবার রাত ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  ডেঙ্গু রোগে আক্রান্ত নারী ইউপি সদস্য চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নারী সদস্য লাভলী বাশার (৩২)।

এদিকে, চাঁদপুরে ডেঙ্গুর চিকিৎসা নিতে হাসপাতালে চাপ বেড়েই চলেছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর জেনারেল হাসপাতালে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে সর্বমোট চিকিৎসা নেওয়া ৬৯ রোগীর মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ১৬ জন এবং শিশু ৯ জন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম জানান, গত দুই সপ্তাহে ২০০ জনের বেশি ডেঙ্গু রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আরও ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।