মনিরুল ইসলাম মনির :
নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মতলব উত্তর উপজেলায় লাউ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের আয়োজনে নেদামদী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন।
জহিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মাষ্টারের সভাপতি ও উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন, লাউ চাষী আবুল কালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলহাজ্ব কামরুজ্জামান সরকার, স্বপন চন্দ্র দাস, মো. সালাউদ্দিন, শাকিল আহমেদ, আবদুস সামাদ, ইমরান হোসেন, মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম, সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন প্রধান’সহ স্থানীয় কৃষান-কৃষানীরা।
লাউ চাষী আবুল কালাম জানান, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে তিনি ১৫ শতাংশ জমিতে লাউ (ময়না জাতের) চাষ করেছেন। এতে তার ১৫ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। এ পর্যন্ত ৫ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। তিনি ৫০-৬- হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, লাউয়ের এ রকম ফলন হবে, কৃষকেরা আগে বিশ্বাস করতেন না। পরে তাঁদের হাতেকলমে লাউ চাষ পদ্ধতি শেখানো হয়। এ ছাড়া সার্বক্ষণিকভাবে তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথম অবস্থায় কৃষকদের লাউ চাষে আগ্রহী করতে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু উৎপাদনে সাফল্য দেখে অন্য কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগ থেকেও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘সেক্স ফেরোমন’ পদ্ধতি ব্যবহার করার কারণে কোনো কীটনাশক ছাড়াই এ লাউ উৎপাদন হচ্ছে।