হাজীগঞ্জে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

  • আপডেট: ০৫:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৫০

হাজীগঞ্জে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ।

চাঁদপুরের হাজীগঞ্জে কোটি সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে প্রথমে হাজীগঞ্জ বালুর মাঠে এসে জড়ো হয়। পরে এখান থেকে পুলিশ পাহারায় মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গৌরিপুর-কচুয়া-রামগঞ্জ সড়ক বঙ্গবন্ধু মুজিব চত্ত্বর এলাকায় সড়কে বসে পড়ে। এ সময় শিক্ষার্থীদের হাতে কোটা সংস্কারের দাবীতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার দেখা যায়।

এখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করার পর ছাত্রলীগের মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপের পর কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারীদের অবস্থানটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরবর্তীতে মধ্যবাজারে এসে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাইশার নেতৃত্বে আবারো অবস্থান নেন ১৫/২০জন নারী শিক্ষার্থী। এ সময় পুলিশ তাদেরকে বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেন।

পরবর্তীতে পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বির নেতৃত্বে ছাত্রলীগের বিশাল একটি মির্ছিল আসলে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা ছাত্রলীগ ও পুলিশ পাহারায় ঘটনাস্থল ত্যাগ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর পূর্বে সকাল থেকেই বাজারে অবস্থান নেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ’সহ অর্ধশতাধিক পুলিশ সদস্য।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সহযোগিতা ছিলো। পরে তারা সহিংসতা শুরু করে সড়ক অবরোধ করে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ছিলো। তবে হঠাৎ করেই তারা সড়কে বসে পড়ে। এতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই পুলিশ। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

আপডেট: ০৫:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে কোটি সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে প্রথমে হাজীগঞ্জ বালুর মাঠে এসে জড়ো হয়। পরে এখান থেকে পুলিশ পাহারায় মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গৌরিপুর-কচুয়া-রামগঞ্জ সড়ক বঙ্গবন্ধু মুজিব চত্ত্বর এলাকায় সড়কে বসে পড়ে। এ সময় শিক্ষার্থীদের হাতে কোটা সংস্কারের দাবীতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার দেখা যায়।

এখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করার পর ছাত্রলীগের মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপের পর কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারীদের অবস্থানটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরবর্তীতে মধ্যবাজারে এসে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাইশার নেতৃত্বে আবারো অবস্থান নেন ১৫/২০জন নারী শিক্ষার্থী। এ সময় পুলিশ তাদেরকে বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেন।

পরবর্তীতে পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বির নেতৃত্বে ছাত্রলীগের বিশাল একটি মির্ছিল আসলে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা ছাত্রলীগ ও পুলিশ পাহারায় ঘটনাস্থল ত্যাগ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর পূর্বে সকাল থেকেই বাজারে অবস্থান নেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ’সহ অর্ধশতাধিক পুলিশ সদস্য।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সহযোগিতা ছিলো। পরে তারা সহিংসতা শুরু করে সড়ক অবরোধ করে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ছিলো। তবে হঠাৎ করেই তারা সড়কে বসে পড়ে। এতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই পুলিশ। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।