ছাত্রীর মাকে নিয়ে পালালেন গৃহশিক্ষক, ৫ দিন ধরে নিখোঁজ

  • আপডেট: ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৮৬

ছবি-সংগৃহিত।

ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে গৃহশিক্ষক। গত ৫ দিন ধরে তারা নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খুঁজেও তাদের সন্ধান পাচ্ছেনা পরিবারের সদস্যরা। লালমনিরহাটের আদিতমারীতে এ ঘটনা ঘটে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা অমল ভুইমালি। অমলের অভিযোগ তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন ওই গৃহশিক্ষক। এর আগে মঙ্গলবার উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত গৃহশিক্ষকের নাম আলামিন। তিনি উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতেন আলামিন। একপর্যায়ে অমলের স্ত্রী কাকলি রানীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে অমল সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে মঙ্গলবার সন্ধ্যার পর কাকলি রানীকে নিয়ে পালিয়ে যান আলামিন।

অমল বলেন, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছেন। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি।

ওসি মাহমুদ উন-নবী বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। দু’জনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ছাত্রীর মাকে নিয়ে পালালেন গৃহশিক্ষক, ৫ দিন ধরে নিখোঁজ

আপডেট: ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে গৃহশিক্ষক। গত ৫ দিন ধরে তারা নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খুঁজেও তাদের সন্ধান পাচ্ছেনা পরিবারের সদস্যরা। লালমনিরহাটের আদিতমারীতে এ ঘটনা ঘটে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা অমল ভুইমালি। অমলের অভিযোগ তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন ওই গৃহশিক্ষক। এর আগে মঙ্গলবার উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত গৃহশিক্ষকের নাম আলামিন। তিনি উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতেন আলামিন। একপর্যায়ে অমলের স্ত্রী কাকলি রানীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে অমল সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে মঙ্গলবার সন্ধ্যার পর কাকলি রানীকে নিয়ে পালিয়ে যান আলামিন।

অমল বলেন, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছেন। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি।

ওসি মাহমুদ উন-নবী বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। দু’জনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।