ছেংগারচর পৌরসভায় নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকার বিজয়ী

  • আপডেট: ১০:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ০ Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ১২ হাজার ৬৫৯ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পরিষদে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। ভোটারের উপস্থিতি থাকায় বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে।

মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ সেলিম হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আঃ ওয়াদুদ মাস্টার (মোবাইল)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ’ ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩ শ’ ৩৪ জন।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

ছেংগারচর পৌরসভায় নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকার বিজয়ী

আপডেট: ১০:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ১২ হাজার ৬৫৯ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পরিষদে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। ভোটারের উপস্থিতি থাকায় বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে।

মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ সেলিম হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আঃ ওয়াদুদ মাস্টার (মোবাইল)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ’ ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩ শ’ ৩৪ জন।