ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র নিলেন দুই মেয়র প্রার্থীসহ ৭ প্রার্থী

  • আপডেট: ০৯:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ০ Views

আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নিতে গতকাল ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৭ প্রার্থী। তার মধ্যে দুই জন মেয়র, ৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পদে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন, মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের।
মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার ও সাবেক মেয়র আমেনা বেগম।

সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ২নং ওয়ার্ডে মো. হারিছ খান, নুর হোসেন প্রধান। ৫নং ওয়ার্ডে মুছা আহাম্মদ জীবন। ৬নং ওয়ার্ডে মো. আল আমিন। ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল আগামী ১৮ জুন ছেংগারচর পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই-বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। পৌরসভা জুড়ে এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র নিলেন দুই মেয়র প্রার্থীসহ ৭ প্রার্থী

আপডেট: ০৯:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নিতে গতকাল ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৭ প্রার্থী। তার মধ্যে দুই জন মেয়র, ৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পদে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন, মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের।
মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার ও সাবেক মেয়র আমেনা বেগম।

সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ২নং ওয়ার্ডে মো. হারিছ খান, নুর হোসেন প্রধান। ৫নং ওয়ার্ডে মুছা আহাম্মদ জীবন। ৬নং ওয়ার্ডে মো. আল আমিন। ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল আগামী ১৮ জুন ছেংগারচর পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই-বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। পৌরসভা জুড়ে এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন।