মতলব সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধনী ফলকের ছবি ভাংচুর

  • আপডেট: ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৭৯

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব সরকারি ডিগ্রি কলেজের জাতীয়করণ করার পরে ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর এটির উদ্বোধন করেন তৎকালীন সময়ের চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। ওই উদ্বোধনী নাম ফলকটির দিন, তারিখ ও নাম থাকলেও উপরের ছবিটি নেই।
গতকাল বিকেলে ওই কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর ছবিটি ভাংচুর করেছে দূর্বৃত্তরা। কলেজ ক্যাম্পাসের ভিতরে একজন সাবেক মন্ত্রীর ছবি ভংচুর করা হয়েছে কিন্তু কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ নিয়ে জনমনে প্রশ্ন। তাহলে এই কলেজের আভ্যন্তরিন নিরাপত্তা কতটুকু?

কলেজের একাধিক শিক্ষককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোন কথা বলতে রাজি হননি। চাঁদপুরের কয়েকজন সিনিয়র সাংবাদিক ভাংচুরকৃত উদ্বোধনী ফলকের ছবি তুলতে গেলে কলেজের একজন শিক্ষক এগিয়ে এসে বলেন, ছবি তুলে কি লাভ হবে।

মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আল-আজাদ বলেন, আনুমানিক ৭ মাস আগে একদিন রাতে উদ্বোধনী নাম ফলক ভাংচুর করা হয়েছে। পরে আমরা এটি দেখার জন্য কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখি। তাতে দেখাগেছে যারা এটি ভাংচুর করেছে তারা আগে ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বিষয়টি আমি মৌখিকভাবে মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলামকে জানিয়েছি।

তিনি আরো বলেন, আমি একজন শিক্ষক। বিষয়টা অনেকটা রাজনীতির সাথে জড়িত। তাই আমি এই বিষয়ে এর চাইতে বেশী কিছু বলতে পারবনা।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল হোসেন বলেন, উদ্বোধনী ফলক ভাংচুরের বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমি নিজেও জানিনা।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলাম ঘটনার পর আমাকে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন। বিষয়টি যেহেতু পুলিশ দেখবে। সেহেতু আমি পুলিশকে জানানোর জন্য বলেছি। এরপরে কি হয়েছে আমার জানা নেই। স্থানীয় কয়েকজন সমাজকর্মী ও কলেজের অভিভাবক বলেন এই ধরনের নোংড়া ও হিংসার রাজনীতি আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে আশা করি নি, তাছাড়া এই হীনমনতার কারণে আগামিতে ইচ্ছা থাকলেও কেউ আর ভালো কাজ করতে এগিয়ে আসবে না।

Tag :
সর্বাধিক পঠিত

ব্রাহ্মণ সম্প্রদায়ের ছেলে নিম্নবংশ মেয়েকে বিয়ে করায় মৃত মায়ের সৎকারে বাধা

মতলব সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধনী ফলকের ছবি ভাংচুর

আপডেট: ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব সরকারি ডিগ্রি কলেজের জাতীয়করণ করার পরে ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর এটির উদ্বোধন করেন তৎকালীন সময়ের চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। ওই উদ্বোধনী নাম ফলকটির দিন, তারিখ ও নাম থাকলেও উপরের ছবিটি নেই।
গতকাল বিকেলে ওই কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর ছবিটি ভাংচুর করেছে দূর্বৃত্তরা। কলেজ ক্যাম্পাসের ভিতরে একজন সাবেক মন্ত্রীর ছবি ভংচুর করা হয়েছে কিন্তু কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ নিয়ে জনমনে প্রশ্ন। তাহলে এই কলেজের আভ্যন্তরিন নিরাপত্তা কতটুকু?

কলেজের একাধিক শিক্ষককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোন কথা বলতে রাজি হননি। চাঁদপুরের কয়েকজন সিনিয়র সাংবাদিক ভাংচুরকৃত উদ্বোধনী ফলকের ছবি তুলতে গেলে কলেজের একজন শিক্ষক এগিয়ে এসে বলেন, ছবি তুলে কি লাভ হবে।

মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আল-আজাদ বলেন, আনুমানিক ৭ মাস আগে একদিন রাতে উদ্বোধনী নাম ফলক ভাংচুর করা হয়েছে। পরে আমরা এটি দেখার জন্য কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখি। তাতে দেখাগেছে যারা এটি ভাংচুর করেছে তারা আগে ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বিষয়টি আমি মৌখিকভাবে মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলামকে জানিয়েছি।

তিনি আরো বলেন, আমি একজন শিক্ষক। বিষয়টা অনেকটা রাজনীতির সাথে জড়িত। তাই আমি এই বিষয়ে এর চাইতে বেশী কিছু বলতে পারবনা।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল হোসেন বলেন, উদ্বোধনী ফলক ভাংচুরের বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমি নিজেও জানিনা।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলাম ঘটনার পর আমাকে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন। বিষয়টি যেহেতু পুলিশ দেখবে। সেহেতু আমি পুলিশকে জানানোর জন্য বলেছি। এরপরে কি হয়েছে আমার জানা নেই। স্থানীয় কয়েকজন সমাজকর্মী ও কলেজের অভিভাবক বলেন এই ধরনের নোংড়া ও হিংসার রাজনীতি আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে আশা করি নি, তাছাড়া এই হীনমনতার কারণে আগামিতে ইচ্ছা থাকলেও কেউ আর ভালো কাজ করতে এগিয়ে আসবে না।