করোনায় গণভবনের পরিচ্ছন্নকর্মীর মতলব উত্তরে মৃত্যু

  • আপডেট: ১০:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
  • ২৬

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে ঢাকা থেকে আসা করোনা রোগী মোসলেম বেপারী মারা গেছেন (ইন্নানিল্লাহি…….রাজেউন)।

নিহত মোসলেম উদ্দিন বেপারী গণভবনের পরিচ্ছন্নকর্মী ছিলেন।

শুক্রবার চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেল ৩টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ২২ মে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি আইসোলেশনে না গিয়ে ঢাকা থেকে মতলব উত্তরের ফরিদকান্দি গ্রামের নিজ বাড়িতে চলে আসেন। প্রথমে বিষয়টি গোপন থাকলেও পরবর্তীতে গত ২৬ মে থানা পুলিশ এসে ওই বাড়িটি লকডাউন দিয়েছিল। এরপর শুক্রবার তাকে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আলম জানান, উপজেলা প্রশাসনের টিম এসেছে, রাতেই দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, মরহুম মোসলেম বেপারী গণভবনে মালি পদে চাকুরী করতেন।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

করোনায় গণভবনের পরিচ্ছন্নকর্মীর মতলব উত্তরে মৃত্যু

আপডেট: ১০:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে ঢাকা থেকে আসা করোনা রোগী মোসলেম বেপারী মারা গেছেন (ইন্নানিল্লাহি…….রাজেউন)।

নিহত মোসলেম উদ্দিন বেপারী গণভবনের পরিচ্ছন্নকর্মী ছিলেন।

শুক্রবার চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেল ৩টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ২২ মে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি আইসোলেশনে না গিয়ে ঢাকা থেকে মতলব উত্তরের ফরিদকান্দি গ্রামের নিজ বাড়িতে চলে আসেন। প্রথমে বিষয়টি গোপন থাকলেও পরবর্তীতে গত ২৬ মে থানা পুলিশ এসে ওই বাড়িটি লকডাউন দিয়েছিল। এরপর শুক্রবার তাকে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আলম জানান, উপজেলা প্রশাসনের টিম এসেছে, রাতেই দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, মরহুম মোসলেম বেপারী গণভবনে মালি পদে চাকুরী করতেন।