মতলব উত্তরে অপহৃত স্কুল ছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

  • আপডেট: ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
  • ০ Views

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে শাহাদঠু হোসেন নামে এক বখাটে যুবক। এ দিকে অপহরণের এক মাস অতিবাহিত হলেও ওই ছাত্রী এখনও উদ্ধার না হওয়ায় তার পরিবার হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।

জানা গেছে, মতলব উত্তর উপজেলার সটাকি গ্রামের সফিকুল ইসলাম সরকারের মেয়ে রিয়া আক্তার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে পার্শ্ববর্তী উত্তর ছেংগারচর চাঁন সর্দার কান্দি গ্রামের আমান উল্লাহর ছেলে শাহাদাত হোসেন ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছিল।

এ বিষয়ে শাহাদাতের পরিবারকে একাধিকবার জানানো হলে বখাটে শাহাদাতের উত্ত্যাক্তের মাত্রা আরো বেড়ে যায়। এ অবস্থায় গত ২১ এপ্রিল রাাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিলে ঘর থেকে বের হলে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ২২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে বখাটে শাহাদাত হোসেন’সহ ৯ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অপহৃতের মা জমিলা বেগম বলেন, আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায়ই ভয়ভীতি দেখাতো এমনকি এডিস নিক্ষেপ করিবে অপহরণ করিবে বলে শাহাদাত। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়।

ওই ছাত্রীর মা বলেন, এক মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। তাই এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

মতলব উত্তরে অপহৃত স্কুল ছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

আপডেট: ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে শাহাদঠু হোসেন নামে এক বখাটে যুবক। এ দিকে অপহরণের এক মাস অতিবাহিত হলেও ওই ছাত্রী এখনও উদ্ধার না হওয়ায় তার পরিবার হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।

জানা গেছে, মতলব উত্তর উপজেলার সটাকি গ্রামের সফিকুল ইসলাম সরকারের মেয়ে রিয়া আক্তার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে পার্শ্ববর্তী উত্তর ছেংগারচর চাঁন সর্দার কান্দি গ্রামের আমান উল্লাহর ছেলে শাহাদাত হোসেন ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছিল।

এ বিষয়ে শাহাদাতের পরিবারকে একাধিকবার জানানো হলে বখাটে শাহাদাতের উত্ত্যাক্তের মাত্রা আরো বেড়ে যায়। এ অবস্থায় গত ২১ এপ্রিল রাাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিলে ঘর থেকে বের হলে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ২২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে বখাটে শাহাদাত হোসেন’সহ ৯ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অপহৃতের মা জমিলা বেগম বলেন, আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায়ই ভয়ভীতি দেখাতো এমনকি এডিস নিক্ষেপ করিবে অপহরণ করিবে বলে শাহাদাত। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়।

ওই ছাত্রীর মা বলেন, এক মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। তাই এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।