মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তালা বন্ধ করে রাখা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান রবিবার দুপুরে করোনা রোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় এবং স্বাস্থ কমপ্রেক্স তালাবন্ধ করে দেয়া হয়। তবে টেলি মেডিসিন সেবা চালু রয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন।
আরো পড়ুন: জবাই করে হাজীগঞ্জের ব্যবসায়ী হত্যা
এই হসপিটালে আবাসিক মেডিকেল অফিসার ছাড়াও করোনা রোগে আক্রান্ত আরো দুইজন চিকিৎসাধীন ছিলেন। একজনের বাড়ি কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানিরপাড় গ্রামে অপরজন দুর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে। দুজনেই নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে আসছেন।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, আমাদের আবাসিক মেডিকেল অফিসার অসুস্থ হয়ে পড়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মতে আমরা এই হসপিটাল বন্ধ রাখছি। তবে বিশেষ কয়েকটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যেকোনো রোগী ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা পেতে পারেন।