মো. মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের লুধুয়া আমতলায় ব্যবসায়ী মো. বোরহান উদ্দিন বেপারী ও মাসুম সরকারের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। শুক্রবার সকালে লুধুয়া আমতলা বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন পূর্ব ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য বোরহান উদ্দিন মৌলভী। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সবুজ মেম্বার, হাজী আজগর আলী মোল্লা, মিলন বেপারী, খোকন প্রধান, রফিকুল ইসলাম বেপারী, হারুন বেপারী, সফি উল্লাহ প্রধান, ফরহাদ, হেলাল ও মো. ডালিম।
প্রতিজনকে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি বুট, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও ১টি সাবান দেয়া হয়।
পরে কর্মহীনদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন মো. বোরহান উদ্দিন বেপারী ও মাসুম সরকার অন্যান্যরা।
মো. বোরহান উদ্দিন বেপারী ও মাসুম সরকার বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া একশ’ পরিবারকে খাদ্য সহায়তা দিতে পেরে ভালো লাগছে। প্রত্যেকে নিজ থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীর দিকে খেয়াল রাখলে আমাদের সমাজের কেউ খাদ্য সংকটে থাকবে না।
সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের অসহায়দের পাশে দাঁড়াতে আহ্বান জানান তারা।