• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ২৩ মার্চ, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মতলব দক্ষিণে নূরুল আমিন রুহুল এমপি’রপক্ষে লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতলব দক্ষিণে লিফলেট বিতরণ করা হয়। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের পক্ষে মতলব পৌর কৃষক লীগের আহ্বায়ক সাংবাদিক গোলাম হায়দার সৌজন্যে ২২ মার্চ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে রিক্সা স্ট্যান্ড, ম্যাক্সি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মুবিন সুজন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ তানভীর হাসান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, নারায়নপুর দক্ষিণ ইউনিয়ন আ’লীগ নেতা মজিবুর রহমান, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গনি পাটোয়ারী, মতলব পৌর যুবলীগ নেতা আহসান মৃধা, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আলম পান্না প্রমুখ।

প্রচার অভিযোগ করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয় এবং সবাইকে মাস্ক ব্যবহার, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, হাঁচি, কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করা, সাবান পানি দিয়ে ভালভাবে হাতধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ঐবীরংড়ষ/ঈষবধহমবষ অথবা এ ধরনের অন্য যেকোন হ্যান্ড স্যানিটাইজার/সাবান ব্যবহার করা সহ গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব দক্ষিণ এর আরও খবর
error: Content is protected !!