অর্থনৈতিক কর্মকান্ড বাড়ায় বীমা খাতও প্রসারিত হচ্ছে: অ্যাড. নূরুল আমিন রুহুল

  • আপডেট: ০২:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ২৬

মনিরুল ইসলাম মনির :
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই স্লোগানে মুজিব বর্ষে মতলব উত্তরে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে থানা প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে ছেঙ্গারচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল।
প্রধান অতিথি বক্তব্যে অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, দেশে অর্থনৈতিক কর্মকান্ড বাড়ায় বীমা খাতও প্রসারিত হচ্ছে। আমাদের অর্থনৈতিক কর্মকান্ড যত বাড়বে, বীমা খাত ততই প্রসারিত হবে। বর্তমানে বীমা খাতের যেভাবে প্রসার ঘটেছে, তাতে দেশের অর্থনীতির সার্বিক উন্নতির চিত্রই পরিলক্ষিত হয়।
তিনি বলেন, বীমার দু’টি দিক, একটি সাধারণ বীমা এবং অপরটি জীবন বীমা। দেশে উভয় ক্ষেত্রেই বীমার উল্লেখযোগ্য প্রসার ঘটেছে। ‘লাইফ ইনস্যুরেন্স’ এখন তৃণমুল পর্যায়েও সাড়া জাগিয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকান্ড যত বাড়বে সাধারণ বীমা করার প্রবণতাও তত বাড়বে।
নুরুল আমিন রুহুল বলেছেন, আওয়ামী লীগ সরকারই প্রথম বীমাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। শুধু তাই নয় বীমা সেক্টরে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা সরকার। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে বীমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বীমা আর্থিক প্রবৃদ্ধি বাড়ায়। বীমা মানুষের জীবন ঝুঁকি কমিয়ে আনে। জীবনকে সুন্দরভাবে সাজাতে বীমার বিকল্প নেই।
ইউএনও এএম জহিরুল হায়াত বলেছেন, এখন মৌখিক লেনদেন নেই, সব আনুষ্ঠানিক লেনদেন। যার ফলে বীমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। তাছাড়া, সাধারণ বীমা আনুষ্ঠানিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি রোধ করে দেয়।
এ অনুষ্ঠানে বক্তারা বীমা সেক্টরকে গতিশীল করার লক্ষ্যে সরকারের গৃহিত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে বীমা খাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও ডেলটা লাইফ ইন্সুইরেন্সের জোনাল ম্যানেজার নূরে আলম খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি হাজী মনির বেপারী, পুলিশ পরিদর্শক শাহজাহান কামাল, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, মতলব উত্তর প্রেসক্লারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, বীমা গ্রাহক ইকবাল কবির প্রমুখ।
সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মো. শহীদুল্লাহ মোহন।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

অর্থনৈতিক কর্মকান্ড বাড়ায় বীমা খাতও প্রসারিত হচ্ছে: অ্যাড. নূরুল আমিন রুহুল

আপডেট: ০২:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০

মনিরুল ইসলাম মনির :
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই স্লোগানে মুজিব বর্ষে মতলব উত্তরে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে থানা প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে ছেঙ্গারচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল।
প্রধান অতিথি বক্তব্যে অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, দেশে অর্থনৈতিক কর্মকান্ড বাড়ায় বীমা খাতও প্রসারিত হচ্ছে। আমাদের অর্থনৈতিক কর্মকান্ড যত বাড়বে, বীমা খাত ততই প্রসারিত হবে। বর্তমানে বীমা খাতের যেভাবে প্রসার ঘটেছে, তাতে দেশের অর্থনীতির সার্বিক উন্নতির চিত্রই পরিলক্ষিত হয়।
তিনি বলেন, বীমার দু’টি দিক, একটি সাধারণ বীমা এবং অপরটি জীবন বীমা। দেশে উভয় ক্ষেত্রেই বীমার উল্লেখযোগ্য প্রসার ঘটেছে। ‘লাইফ ইনস্যুরেন্স’ এখন তৃণমুল পর্যায়েও সাড়া জাগিয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকান্ড যত বাড়বে সাধারণ বীমা করার প্রবণতাও তত বাড়বে।
নুরুল আমিন রুহুল বলেছেন, আওয়ামী লীগ সরকারই প্রথম বীমাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। শুধু তাই নয় বীমা সেক্টরে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা সরকার। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে বীমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বীমা আর্থিক প্রবৃদ্ধি বাড়ায়। বীমা মানুষের জীবন ঝুঁকি কমিয়ে আনে। জীবনকে সুন্দরভাবে সাজাতে বীমার বিকল্প নেই।
ইউএনও এএম জহিরুল হায়াত বলেছেন, এখন মৌখিক লেনদেন নেই, সব আনুষ্ঠানিক লেনদেন। যার ফলে বীমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। তাছাড়া, সাধারণ বীমা আনুষ্ঠানিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি রোধ করে দেয়।
এ অনুষ্ঠানে বক্তারা বীমা সেক্টরকে গতিশীল করার লক্ষ্যে সরকারের গৃহিত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে বীমা খাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও ডেলটা লাইফ ইন্সুইরেন্সের জোনাল ম্যানেজার নূরে আলম খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি হাজী মনির বেপারী, পুলিশ পরিদর্শক শাহজাহান কামাল, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, মতলব উত্তর প্রেসক্লারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, বীমা গ্রাহক ইকবাল কবির প্রমুখ।
সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মো. শহীদুল্লাহ মোহন।