নতুন প্রজন্ম যত বেশি বই পড়বে তত বেশী জ্ঞানে ও গুণে সমৃদ্ধ হবে: আব্দুল্লাহ আল মাহমুদ জামান

  • আপডেট: ০৪:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১

নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, এই মেলাটি যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে,এবারের দর্শকদের উপস্থিতি তার প্রমান। আমরা চাই নতুন প্রজন্ম বেশি বেশি বই পড়ুক। কারন নতুন প্রজন্ম যত বেশি বই পড়বে তত বেশী জ্ঞানে ও গুণে সমৃদ্ধ হবে এবং নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে। এসময় প্রধান অতিথি মেলার আয়োজকদের দাবীর পেক্ষিতে মেলার সময় বৃদ্ধির প্রতিও সমর্থন জানান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৮ দিনব্যাপী বই মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বই মেলা উপ-কমিটির সদস্য সচিব ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, বিশিষ্ট ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, চাঁদ মুখের সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ও মেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

নতুন প্রজন্ম যত বেশি বই পড়বে তত বেশী জ্ঞানে ও গুণে সমৃদ্ধ হবে: আব্দুল্লাহ আল মাহমুদ জামান

আপডেট: ০৪:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০

নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, এই মেলাটি যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে,এবারের দর্শকদের উপস্থিতি তার প্রমান। আমরা চাই নতুন প্রজন্ম বেশি বেশি বই পড়ুক। কারন নতুন প্রজন্ম যত বেশি বই পড়বে তত বেশী জ্ঞানে ও গুণে সমৃদ্ধ হবে এবং নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে। এসময় প্রধান অতিথি মেলার আয়োজকদের দাবীর পেক্ষিতে মেলার সময় বৃদ্ধির প্রতিও সমর্থন জানান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৮ দিনব্যাপী বই মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বই মেলা উপ-কমিটির সদস্য সচিব ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, বিশিষ্ট ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, চাঁদ মুখের সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ও মেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।