হাজীগঞ্জে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশন কর্তৃক ১২০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

  • আপডেট: ০৯:০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ০ Views

চাঁদপুরের হাজীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ১২০ জন শিক্ষার্থীর হাতে সনদ, প্রাইজমানী ও উপহার তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

জানা গেছে, আলহাজ¦ আবদুল হালিম ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে ২০০৫ সাল থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে বৃত্তি দিচ্ছে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশন। এ বছর ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১২০জন উত্তীর্ন হয়। উত্তীর্ণদের মধ্যে ফলাফল অনুসারে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ফাউন্ডেশনের দাতা সদস্য বাবর উদ্দিন জসিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন খোকন, আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ পাটওয়ারী, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার ও বেতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুল বাসার জুয়েল।

ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের স্বাগত বক্তব্যের পর তাঁর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মারিয়াম আক্তার মিনহা এবং পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী লামিয়া আক্তার।

এসময় ফাউন্ডেশনের সেক্রেটারী হুমায়ুন কবির তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

হাজীগঞ্জে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশন কর্তৃক ১২০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

আপডেট: ০৯:০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ১২০ জন শিক্ষার্থীর হাতে সনদ, প্রাইজমানী ও উপহার তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

জানা গেছে, আলহাজ¦ আবদুল হালিম ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে ২০০৫ সাল থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে বৃত্তি দিচ্ছে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশন। এ বছর ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১২০জন উত্তীর্ন হয়। উত্তীর্ণদের মধ্যে ফলাফল অনুসারে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ফাউন্ডেশনের দাতা সদস্য বাবর উদ্দিন জসিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন খোকন, আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ পাটওয়ারী, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার ও বেতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুল বাসার জুয়েল।

ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের স্বাগত বক্তব্যের পর তাঁর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মারিয়াম আক্তার মিনহা এবং পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী লামিয়া আক্তার।

এসময় ফাউন্ডেশনের সেক্রেটারী হুমায়ুন কবির তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।