• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২০

ফেব্রুয়ারী মাসেই হচ্ছে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলতি ফেব্রুয়ারী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের এক কার্যকরী সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গঠন সহযোগিতার লক্ষ্যে মতলব উত্তর আওয়ামী লীগকে ঢেলে সাজিয়ে আরো শক্তিশালী করা হবে বলেও জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান।
সুজাতপুর বাজারস্থ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।

সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সরকার, বদিউজ্জামান কিরন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা একেএম রিয়াজ উদ্দিন মানিক, নূরুল ইসলাম সরকার, মো. আমান উল্লাহ, এটিএম ফেরদৌস আহমেদ, নির্মল চন্দ্র সরকার, গোলাম মোস্তফা সরকার, সেলিম সরকার, মো. মানিক, আলহাজ্ব আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম লস্কর, মো. রফিকুল ইসলাম, মো. ওবায়েদ উল্লাহ, আব্দুস ছাত্তার, মজিবুর রহমান খোকন, নূরুল আমিন বোরহান, লিয়াকত আলী, আহসান হাবিব কানু’সহ সকল নেতৃবৃন্দ।
মতলব উত্তরের নিশ্চিতপুর ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠান করার ব্যাপারে একাধিক নেতৃবৃন্দ প্রস্তাব করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন করার ব্যাপারেও সকলে মতামত ব্যক্ত করেছেন। সম্মেলনের নির্ধারিত তারিখ, সময় ও স্থান সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছেন এমএ কুদ্দুস।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!