চাঁদপুর প্রতিনিধিঃ
ভোক্তা অধকিার সংরক্ষণ আইনে বাজার তদারকি অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কয়কে ঘন্টা এ অভিযান পরিচালনা করনে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুররে সহকারী পরিচালক নূর হোসনে ও জেো ক্যাব সদস্য বপ্লিব সরকারসহ পুলিশ প্রশাসন।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচলক নূর হোসনে বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশেন করায় ক্যাফে নূর হোটলেকে ভোক্তা অধিকার আইনরে ৫৩ ধারায় ৮ হাজার টাকা, প্রতিষ্ঠনে খাবারে মূল্য তালিকা না থাকায় আমনো রেস্তরায় ৫ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীণ ঔষুধ রাখায় সেবা ফার্মেসীকে ২ হাজার টাকা ও এশিয়ান হোটলে এন্ড রেস্টুরেন্টকে পঁচা বাসি খাবার রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় অভিযুক্ত প্রত্যেক দোকানকে সর্তক করা হয়েছে পরর্বতীতে একই অপরাধ যদি তারা করে তাহলে তাদের র্সবোচ্চ জরিমানা করা হবে।