• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৩ জানুয়ারি, ২০২০

মতলব দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব প্রতিনিধি:

জাতীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২ জানুয়ারি মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ¦ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আফরোজা খাতুন, মতলব দক্ষিণ থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার আইচ।
আলোচনা সভার পূর্বে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এসময় উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!