• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৫ নভেম্বর, ২০১৯

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫১ বছর পূর্তি উৎসব

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব প্রতিনিধি:

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উদ্যোগে ৫১ বছর পূর্তি উৎসব ৫ নভেম্বর মঙ্গলবার কচি-কাঁচা প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এ দিন সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে কচি-কাঁচার মেলার পতাকা উত্তোলন করেন মেলার সভাপতি মো: মাকসুদুল হক বাবলু । এরপর মেলার ভাইবোনগন শপথ গ্রহন করে। শপথ পরিচালনা করেন, মেলার বোন মেহতাজ জামান মম।

মেলার তরুন সদস্য কামরুল হাসান নিপুর উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলার সভাপতি মো: মাকসুদুল হক বাবলু। আলোচনায় অংশ গ্রহন করেন, তরুন সদস্য নূসরাত ফারহানা বিনতু, আ: সোবহান, ফারুক আহমেদ বাদল, সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন, প্রবীন সদস্য ফারুক বিন জামান। আরো বক্তব্য রােেখন, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

উপস্থিত ছিলেন, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক আইনুন্নাহার কাদরী, মেলার উপদেষ্টা দিজেন দাস, বিমল সাহা, শ্যামল ভট্রাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনা মজুমদার, তরুন সদস্য এসএম সেলিম, নাজমুল আহসান খোকন, ক্ষিতিশ চন্দ্র সরকার, নেছার উদ্দিন, যুগ্ম আহবায়ক ফাহিম হাসান প্রমুখ। পরে এক বর্ণাঢ্য র‌্যালি মতলবের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!