তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন’ স্লোগানে কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম প্রমুখ । এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।