চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু ইকরার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে পৌরসভার ১১নং ওয়ার্ড সেকান্দার আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ইকরা ওই বাড়ির অহিদুল ইসলামের মেয়ে।
মৃত ইকরার বড় ভাই ইয়াসিন হোসেন জানান, ইকরা সহ একসাথে বসে ছিলেন। ইকরা তার পাশ থেকে উঠে গেলে ডাক দেয় কোথায় যাচ্ছ বলে। ইকরা কোনো সাড়া দেয়নি। কিছুক্ষণ পর তার মা পুকুর পানিতে ভাসমান অবস্থায় দেখে চিৎকার দিলে বাড়ির সবাই ছুঁটে আসে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী ডা. এর কাছে নিলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত ইকরা দুই ভাইয়ের একমাত্র বোন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।