শাহরাস্তিতে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।শনিবার রাতে তিনি শাহরাস্তি পৌরসভার ৫ টি পূজা মণ্ডপে উপজেলা ও পৌরসভার বিএনপির দলীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে পরিদর্শন করেন।প্রথমে পৌরসভার উপলতা পুরোহিত বাড়ি, পালপাড়া,বর্ধন বাড়ি, নাওয়াড়া ঠাকুর বাড়ি, শ্রী শ্রী মেহের কালীবাড়ি হরিসভা পূজা মন্ডপে যান।
ওই রাতে শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী আজগর মিয়াজী সঞ্চালনায় এবং প্রতিটি পূজা মন্ডপের সভাপতির সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, মো: আবু ইউছুফ রুপন পাটওয়ারী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক মো: শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাহেদুল হক মজুমদার সোহেল,ইকবাল হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি. এবি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক, যুব নেতা মো. আলী আজগর মোল্লা, মো: আদনান নোমান, আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।
অন্যান্যের মধ্যে শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র দাশ ( মাধু), শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার সাধারণ সম্পাদক শাওন মজুমদারসহ পাঁচটি পূজা মন্ডপের সভাপতি শ্রী গোপাল চক্রবর্তী, সহকারী অধ্যাপক কৃষ্ণ কান্তি পাল, হারধন চন্দ্র দে,দীপক বর্ধন,সাবেক প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদার,প্রধান শিক্ষক সঞ্জিত চন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী স্বর্ণকার উত্তম পাল, জনপ্রিয় স্টোরের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী অমল পাল লিটন,প্রবাংশ বিমল দাস সুমন, তিমির চক্রবর্তী পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ভক্ত বৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশিল সমাজের বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।