বোলারদের কল্যাণে রেকর্ড গড়ে জয় পেলো বাংলাদেশ

  • আপডেট: ০৩:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
  • ১০২

ছবি-নতুনেরকথা।

আইসিসির সহযোগি দেশের সাথে লজ্জা জনক লো স্কোরের রেকর্ড গড়েও জয় পেয়েছে বাংলাদেশ। বলা যায় ইতিহাস গড়ে জিতেছে বাংলাদেশ।

 অষ্টম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। টি-টোয়েন্টি বরাবরই পিছিয়ে বাংলাদেশ। তবে, এবারের বিশ্বকাপে সেই পরিসংখ্যান বদলে দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতল বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় সাফল্য।

সব মিলিয়ে আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ৯টি দল। আগামী ৩০ জুনের মধ্যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার ভিত্তিতে আরও তিনটি দল এ তালিকায় জায়গা করে নেবে। সম্ভাব্য সেই তিন দলের মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তান অনেকটাই নিশ্চিত। যদিও চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা।

তবে, র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম। সম্ভাব্য অন্য দলটি ১১তম স্থানে থাকা আয়ার‌ল্যান্ড। বাকি ৮ দল নিশ্চিত হবে বাছাইপর্বের মাধ্যমে। যেখানে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা থেকে দুটি করে আর পূর্ব এশিয়া-প্যাসিফিক ও আমেরিকা থেকে একটি করে দল সুযোগ পাবে।

Tag :
সর্বাধিক পঠিত

সকালে ‘রিট করে’ বিকেলেই সুর পাল্টালেন সারজিস 

বোলারদের কল্যাণে রেকর্ড গড়ে জয় পেলো বাংলাদেশ

আপডেট: ০৩:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

আইসিসির সহযোগি দেশের সাথে লজ্জা জনক লো স্কোরের রেকর্ড গড়েও জয় পেয়েছে বাংলাদেশ। বলা যায় ইতিহাস গড়ে জিতেছে বাংলাদেশ।

 অষ্টম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। টি-টোয়েন্টি বরাবরই পিছিয়ে বাংলাদেশ। তবে, এবারের বিশ্বকাপে সেই পরিসংখ্যান বদলে দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতল বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় সাফল্য।

সব মিলিয়ে আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ৯টি দল। আগামী ৩০ জুনের মধ্যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার ভিত্তিতে আরও তিনটি দল এ তালিকায় জায়গা করে নেবে। সম্ভাব্য সেই তিন দলের মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তান অনেকটাই নিশ্চিত। যদিও চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা।

তবে, র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম। সম্ভাব্য অন্য দলটি ১১তম স্থানে থাকা আয়ার‌ল্যান্ড। বাকি ৮ দল নিশ্চিত হবে বাছাইপর্বের মাধ্যমে। যেখানে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা থেকে দুটি করে আর পূর্ব এশিয়া-প্যাসিফিক ও আমেরিকা থেকে একটি করে দল সুযোগ পাবে।