হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনোয়ারুল হক মজুমদার হেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মনির হোসেন কাজী, সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, পৌর আওয়ামী লীগ নেতা কাজী মনির হোসেন মিঠু, বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক নাজমুস সা‘দাত।
অনুষ্ঠান পরিচালনা করেন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক, কামরুল হাসান, মোঃ কাউছার হোসেন।