কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর নেতৃত্বে মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালব্যাচ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
এরপর কলেজের হলরুমে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য দেন, অধ্যক্ষ মিহির চক্রবর্তী, সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন লিটন, নুরজাহান আক্তার, প্রভাষক তাজুল ইসলাম প্রমুখ।
সহকারী অধ্যাপক এসএম লিয়াকত হোসেনের উপস্থাপনায় বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সময়ে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. নুর হোসেন।
দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের দীর্ঘায়ু, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নির্মল চক্রবর্তী, অর্পিতা বর্ধন, মতিয়া মাহবুবা, মাসুমা আক্তার, শায়লা নাজনীনসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।